Logo

কলকাতার পেসারকে না পেয়ে মন খারাপ লখনৌ মালিকের

profile picture
ক্রীড়া ডেস্ক
১৮ ডিসেম্বর, ২০২৫, ১৪:০১
4Shares
কলকাতার পেসারকে না পেয়ে মন খারাপ লখনৌ মালিকের
ছবি: সংগৃহীত

লখনৌ সুপার জায়ান্টস (LSG) এই বছরের আইপিএল নিলামে দলীয় শক্তি আরও বাড়িয়েছে। টেবিল থেকে ছয়জন ক্রিকেটার কিনতে খরচ হয়েছে ১৮ কোটি ৪০ লাখ রুপি, যেখানে দুই শক্তিশালী বোলার এবং এক অলরাউন্ডারের অন্তর্ভুক্তি আছে।

বিজ্ঞাপন

তবে এক ক্রিকেটারকে দলে ভেড়াতে না পারায় আক্ষেপ গোপন করেননি দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা।

নিলাম থেকে তারা চেয়েছিল কলকাতা নাইট রাইডার্সের (KKR) এক বিদেশি পেসারকে দলে নেওয়ার। নিজেদের সর্বোচ্চ বিড দেওয়ার পরও অর্থসংকটের কারণে শেষ পর্যন্ত তাকে নেওয়া সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

গোয়েঙ্কা বলেন, আমাদের অধিনায়ক ও সহ-অধিনায়ক খুব চেয়েছিল পাথিরানাকে দলে নিতে। আমরা ১৭ কোটি ৮০ লাখ রুপি পর্যন্ত লড়াই করেছি। কিন্তু তার বেশি অর্থ ছিল না, তাই শেষ পর্যন্ত তাকে পেতে পারিনি।

নতুন দলে যোগ হওয়া ক্রিকেটাররা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা): ২ কোটি রুপিতে, রবি বিষ্ণুর বিকল্প হিসেবে নেওয়া হয়েছে।

এনরিখ নর্কিয়া (দক্ষিণ আফ্রিকা): ২ কোটি রুপিতে পেস বিভাগে শক্তি যোগ। আইপিএলে ৪৮ ম্যাচে ৬১ উইকেট রয়েছে।

বিজ্ঞাপন

মুকুল চৌধুরী: উইকেটকিপার–ব্যাটার, ২ কোটি ৬০ লাখ রুপিতে।

জশ ইংলিস (অস্ট্রেলিয়া): ৮ কোটি ৬০ লাখ রুপিতে অলরাউন্ডার হিসেবে দলে যুক্ত।

বিজ্ঞাপন

নিলামের মাঝপথে সবচেয়ে আলোচনার বিষয় ছিলেন মাথিশা পাথিরানা। লখনৌ শেষ পর্যন্ত তাকে নিতে পারেনি, তবে কম দামে নর্কিয়াকে পেয়ে মালিক বিস্ময় প্রকাশ করেন।

তিনি বলেন, নর্কিয়ার নাম পরে আসায় তাকে বেস প্রাইসে পেয়ে আমরা অবাক হয়েছি। আমাদের কৌশল অনুযায়ীই একজন আন্তর্জাতিক মানের লেগস্পিনার ও একজন ফাস্ট বোলার চাইছিলাম। হাসারাঙ্গা ও নর্কিয়াকে পেয়ে সেই লক্ষ্য পূরণ হয়েছে।

সবমিলিয়ে, পাথিরানাকে না পাওয়ার হতাশা থাকলেও বোলিং বিভাগে গভীরতা এনে নিলামের কাজ সফলভাবেই সেরেছে লখনৌ সুপার জায়ান্টস।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD