আইপিএলে কতদিন খেলতে পারবেন মোস্তাফিজ

২০২৬ সালের আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তবে পুরো টুর্নামেন্টে তারা এই ক্যাটার মাস্টারকে পুরো সময় ধরে খেলতে পারবেন না।
বিজ্ঞাপন
বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, মোস্তাফিজকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ৮ দিনের জন্য দেশে ফিরতে হবে।
তিনি বলেন, আমরা চাই বাংলাদেশ দল ঘরের মাঠে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামুক। তাই মোস্তাফিজকে ওয়ানডে সিরিজের জন্য দেশে ডাকা হয়েছে।
বিজ্ঞাপন
আইপিএলের টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরাসরি ওয়ানডে ম্যাচ খেলতে নামার বিষয়টি মোস্তাফিজের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তবে ফাহিম আশাবাদী, টি-টোয়েন্টি থেকে ওয়ানডেতে মানিয়ে নিতে কিছুটা সময় লাগতে পারে।
তবে আইপিএলের মতো উচ্চমানের প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট খেলে মোস্তাফিজ ভালোভাবেই খাপ খাইয়ে নিতে পারবে।
বিজ্ঞাপন
এবারের নিলামে মোস্তাফিজকে দলে নেওয়ার জন্য বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংসকে টেক্কা দিয়ে কলকাতা তাকে দলে ভিড়িয়েছে।
বিসিবির এই সিদ্ধান্তের ফলে, আইপিএলের মাঝপথে কিছু ম্যাচে প্রিয় তারকাকে খেলতে দেখা যাবে না, যা কলকাতা সমর্থকদের জন্য অপেক্ষা বাড়াবে।








