Logo

আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা: তাসকিন

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৩, ০৪:৫৬
34Shares
আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা: তাসকিন
ছবি: সংগৃহীত

আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা।

বিজ্ঞাপন

আর মাত্র দুদিনের অপেক্ষা, এরপরই পর্দা উঠছে আসন্ন এশিয়া কাপের। হাইব্রিড মডেলের এই আসরে পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কাও আয়োজক হিসেবে রয়েছে। উদ্বোধনের পরদিন শ্রীলঙ্কার পাল্লেকেলেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।

সেই ম্যাচের আগে আজ রবিবার (২৭ আগস্ট) শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছেড়েছে টাইগাররা। এদিন দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে তারকা পেসার তাসকিন আহমেদ বললেন, “আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হব। দলগতভাবে যেন ভালো ক্রিকেট খেলতে পারি। সবাই দয়া কইরেন যে ভালো করতে পারি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছে তো অবশ্যই আছে। মূল জিনিসটা হলো ভালো ক্রিকেট খেলা। যেহেতু সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরা ক্রিকেটটা খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। সবাই দোয়া করবেন আমরা যেন সেরা ক্রিকেট খেলতে পারি।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD