Logo

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে দ. আফ্রিকার হার

profile picture
জনবাণী ডেস্ক
৮ ফেব্রুয়ারী, ২০২৪, ২৪:৩১
48Shares
প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে দ. আফ্রিকার হার
ছবি: সংগৃহীত

বুধবার (৭ ফেব্রুয়ারি) আর ব্যাটিংয়ে না নামায় তাই দক্ষিণ আফ্রিকাকে ৫২৯ রানের লক্ষ্য দেয় কিউইরা।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে জয় পেয়েছে নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে ২৮১ রানে হেরেছে  দক্ষিণ আফ্রিকা। রানের হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের এটিই সবচেয়ে বড় জয়। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৭৯ রান তুলে ৩য় দিন শেষেই ৫২৮ রানে এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। 

বিজ্ঞাপন

বুধবার (৭ ফেব্রুয়ারি) আর ব্যাটিংয়ে না নামায় তাই দক্ষিণ আফ্রিকাকে ৫২৯ রানের লক্ষ্য দেয় কিউইরা।

বিজ্ঞাপন

রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২৪৭ রানে সকল উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৮৭ রান করেছেন পাঁচে নামা ডেভিড বেডিংহাম। তৃতীয় টেস্ট খেলতে নামা ব্যাটসম্যানের এটিই ক্যারিয়ার-সর্বোচ্চ ইনিংস। এছাড়া রেনার্ড ফন টন্ডার ৩১, জুবায়ের হামজা ৩৬ ও রুয়ান ডি সোয়ার্ট ৩৪ রান করেন।

বিজ্ঞাপন

স্যান্টনার পেয়েছেন মাত্র ৩ উইকেট। তবে ৪ উইকেট নিয়ে কিউইদের সেরা বোলার কাইল জেমিসন। এ ছাড়া ম্যাচ সেরা হয়েছেন প্রথম ইনিংসে ২৪০ রান করা অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD