Logo

মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন আকাশ চোপড়া

profile picture
জনবাণী ডেস্ক
২০ এপ্রিল, ২০২৪, ০৩:০৪
48Shares
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন আকাশ চোপড়া
ছবি: সংগৃহীত

দেশে ফিরে রোডেশিয়ানদের বিপক্ষে খেলবেন তিনি

বিজ্ঞাপন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে বল হাতে দুর্দান্ত পারফর্ম করছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে আগামী ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষের ম্যাচ দিয়ে শেষ হবে টাইগার পেশারের আইপিএল মিশন। পাঞ্জাবের বিপক্ষে খেলা শেষে আগামী ২ মে বাংলাদেশে ফিরবেন দ্য ফিজ।

আগামী ৩ মে থেকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগার বাহিনী। দেশে ফিরে রোডেশিয়ানদের বিপক্ষে খেলবেন তিনি। এই সিরিজের কারণে আইপিএলের পুরো আসরের জন্য তাকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি বিসিবি।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের মাঝপথে মুস্তাফিজকে দেশে ফিরেয়ে নেওয়ায় বিসিবির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন আকাশ চোপড়া। ভারতীয় এই ধারাভাষ্যকার ও ক্রিকেট-বিশ্লেষকের ভাষ্য, ‘যে ভালো করছে, তাকে আরও ভালো করতে দাও। সামনে বেশ বড় নিলাম। তার অনেক টাকা কামানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের মনে হয় মোস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হলে বাংলাদেশ বিশ্বকাপ উঁচিয়ে ধরতে পারবে না।’

বিজ্ঞাপন

এদিকে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুসের মন্তব্যের সমালোচনাও করেছেন আকাশ চোপড়া। তার মন্তব্য, ‘বাংলাদেশ তো বলছে তার নাকি কোনো উপকার হচ্ছে না। ফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না। তাই তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে তারা। নিয়ে যাও! বাংলাদেশ এরকম বেশ কয়েকবার করেছে। আমার মনে হয় এমনটা করা ঠিক নয়। বিশ্বকাপ ক্রমশও ঘনিয়ে আসছে। ভারতের ক্রিকেটাররাও যাবে সেখানে। তবে আমি বুঝতে পারছি না বাংলাদেশ কেন এমনটা করছে।’

বিজ্ঞাপন

নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও বার্তায় এই ধারাভাষ্যকার আরও বলেন, ‘ফিজ চলে যাচ্ছে। চেন্নাইয়ের হয়ে আর খেলতে পারছেন না। এই ম্যাচে তাকে পাওয়া যাবে, তবে অল্প কিছুদিনের জন্য তাকে আর পাওয়া যাবে। বাংলাদেশ এমনটা কেন করছে। আমার ভাইকে খেলতে দাও না। চেন্নাইয়ের কিছুটা হলেও ক্ষতি হবে।’

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD