Logo

৫৮ মাস পর ঝড়ো সেঞ্চুরি হাঁকালেন সাকিব

profile picture
জনবাণী ডেস্ক
৪ মে, ২০২৪, ২৪:২৮
121Shares
৫৮ মাস পর ঝড়ো সেঞ্চুরি হাঁকালেন সাকিব
ছবি: সংগৃহীত

২০১৯ বিশ্বকাপে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স করেছিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান

বিজ্ঞাপন

২০১৯ বিশ্বকাপে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স করেছিলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। সেই আসরে দুটি সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। এরপর থেকে বেশ কয়েকবার সেঞ্চুরির কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে বিশ্বসেরা এই অলারাউন্ডারকে। তবে অবশেষে ৫৮ মাস পর সেঞ্চুরির দেখা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

শুক্রবার (৩ মে) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৭৩ বলে সেঞ্চুরি স্পর্শ করেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের এই বাঁহাতি ব্যাটসম্যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লিস্ট এ’ ক্রিকেটে সব মিলিয়ে ১৭৮১ দিন-অর্থাৎ ৫৮ মাসের বেশি সময় পর তিন অঙ্কের ইনিংস খেললেন সাকিব। পঞ্চাশ ওভারের ক্রিকেটে সর্বশেষ শতক হাঁকিয়েছিলেন ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

সব মিলিয়ে ৫৭ ইনিংস পর শতক ছুঁলেন সাকিব। এর মধ্যে তার অর্ধশতক আছে ১৪টি। লিস্ট এ’ ক্যারিয়ারে এটি সাকিবের দশম সেঞ্চুরি। যার ৯টি আন্তর্জাতিক পর্যায়ে। স্বীকৃত ক্রিকেটে যা ১৮তম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিকেএসপির চার নম্বর মাঠে সেঞ্চুরি করার পর অবশ্য নিজের ইনিংসটাকে আর টানতে পারেননি সাকিব। আব্দুল গাফফারের বলে শেখ পারভেজ জীবনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১০৭ রান করে।

সাকিব ৭৯ বলে ১০৭ রানের ইনিংসে ৯টি চার ও ছক্কা মারেন ৭টি। পাঁচ নম্বরে নেমে সব মিলিয়ে ৯৬ মিনিট ব্যাটিং করেন দেশসেরা এই ক্রিকেটার। এর আগের ম্যাচে আবাহনীর বিপক্ষে ৪৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD