Logo

ছক্কা হাঁকিয়ে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্রিকেটার

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুন, ২০২৪, ০৫:১১
53Shares
ছক্কা হাঁকিয়ে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন  ক্রিকেটার
ছবি: সংগৃহীত

সতীর্থ খেলোয়াড়দের যাবতীয় প্রয়াস ব্যর্থ করে মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি।

বিজ্ঞাপন

পিচে এক পা বাড়িয়ে ছক্কা হাঁকিয়ে বল পাঠিয়ে দেন মাঠের বাইরে। এর পরপরই মৃত্যুর মুখে ঢলে পড়েন ওই ব্যাটসম্যান। এবার এমনই এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের থানের মিরা রোড এলাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যাচ্ছে গোলাপি জার্সি পরা এক ব্যাটার বোলারের মাথার ওপর দিয়ে একটি লাফটেড শট চালাচ্ছেন। আম্পায়ার ছক্কার সংকেত দেন সঙ্গে সঙ্গেই। তবে পরের বল খেলার জন্য যখন তৈরি হচ্ছিলেন ব্যাটার, তখন আচমকাই পিচের ওপর পড়ে যান তিনি। সতীর্থ ও প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা তাড়াতাড়ি দৌড়ে যান ব্যাটারের কাছে। তারা প্রাথমিক শুশ্রূষার চেষ্টাও করেন। তবে কোনো সাড়া মেলেনি ব্যাটারের। সতীর্থ খেলোয়াড়দের যাবতীয় প্রয়াস ব্যর্থ করে মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি।

বিজ্ঞাপন

পুলিশের তরফেও এখনও মৃত্যুর নিশ্চিত কোনো কারণ জানানো হয়নি। এমনকি মৃত ব্যক্তির পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে। বছর দশেক আগে বিশ্ব ক্রিকেটকে স্তব্ধ করে দিয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিলিপ হিউজের মর্মান্তিক মৃত্যুর ঘটনা। বলের আঘাতে জীবনপ্রদীপ নিভে গিয়েছিল প্রতিভাবান ওই ক্রিকেটারের।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ছক্কা হাঁকিয়ে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্রিকেটার