Logo

ভারত-পাকিস্তান লড়াই, পরিসংখ্যানে কে এগিয়ে ?

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুন, ২০২৪, ০৩:৫৩
71Shares
ভারত-পাকিস্তান লড়াই, পরিসংখ্যানে কে এগিয়ে ?
ছবি: সংগৃহীত

প্রথমবার ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে একে-অপরের মুখোমুখি হয় তারা।

বিজ্ঞাপন

ভারত-পাকিস্তান ম্যাচ থাকা মানেই দর্শকদের মাঝে দেখা যায় আলাদা আকাঙ্খা-উত্তেজনা। এক পক্ষ আরেক পক্ষকে নিয়ে রীতিমতো ট্রল করায় ব্যস্ত থাকেন। গত আসরগুলোর মতো এবারের বিশ্বকাপের নবম আসরেও ভারত-পাকিস্তান ম্যাচের আয়োজন করেছে আইসিসি। 

রবিবার (৯ জুন) ডালাসে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তবে এ ম্যাচের আগে পরিসংখ্যানের পাতায় কে কোথায় এগিয়ে সেটি দেখে নেওয়া যাক।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এখন পর্যন্ত সবমিলিয়ে ১২ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এর মধ্যে ৮টিতেই জিতেছে ভারত, পাকিস্তান জিতেছে তিনটি ম্যাচ। একটি ম্যাচ টাই হয়েছিল, যেটি ভারত বোল-আউটে জিতেছিল। শেষ পাঁচ ম্যাচেও তিন জয় ভারতের।

বিজ্ঞাপন

প্রথমবার ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে একে-অপরের মুখোমুখি হয় তারা। এরপর সবমিলিয়ে সাতবার বিশ্বকাপে মাঠে নেমে পাঁচবারই জিতেছে ভারত। পাকিস্তানের জয় মাত্র একটিতে। একটি ম্যাচ টাই হওয়ার পর বোল আউটে জিতেছে ভারত।

বিজ্ঞাপন

২০১২ সালে আহমেদাবাদে ৫ উইকেটে ১৯২ রান করেছিল ভারত, সেটিই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংগ্রহ তাদের। ২০২২ সালে দুবাইয়ে ৫ উইকেটে ১৮২ পাকিস্তানের বিপক্ষে ভারতের সর্বোচ্চ। ২০১৬ সালে মিরপুরে ভারতের বিপক্ষে পাকিস্তান সর্বনিম্ন ৮৩ রানে অলআউট হয়। ২০১২ সালে ভারতের সর্বনিম্ন ৯ উইকেটে ১৩৩ রান ছিল।

বিজ্ঞাপন

ভারতের হয়ে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান বিরাট কোহলির। দলটির বিপক্ষে ১০ ম্যাচে খেলে ৮১.৩৩ গড়ে ৪৮২ রান করেছেন তিনি। দুই নম্বরে থাকা যুবরাজ করেছেন ৮ ম্যাচে ১৫৫ রান। তিন নম্বরে আছেন ৫ ম্যাচে ১৩৯ রান করা গৌতম গম্ভীর।

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান মোহাম্মদ রিজওয়ানের। ৪ ম্যাচ খেলে তিনি ৬৫.৬৬ গড়ে ১৯৭ রান করেছেন। দুইয়ে থাকা শোয়েব মালিকের ব্যাট থেকে ৯ ম্যাচে এসেছে ১৬৪ রান। ৮ ম্যাচে ১৫৬ রান করে তিন নম্বরে আছেন মোহাম্মদ হাফিজ।

বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে ভারতের সবচেয়ে সফল বোলার ভুবনেশ্বর কুমার। ৭টি ম্যাচ খেলে ৭.২৬ গড়ে ওভার প্রতি রান দিয়ে ১১টি উইকেট নিয়েছেন তিনি। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি উইকেট উমর গুলের। তিনি ৬ ম্যাচে ৮.২৭ ইকোনমি রেটে ১১টি উইকেট নিয়েছেন।

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD