Logo

ভারতের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জুন, ২০২৪, ২৪:৪৯
31Shares
ভারতের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
ছবি: সংগৃহীত

তবে ভারতের বিপক্ষে একাদশে থাকবে কিনা সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে।

বিজ্ঞাপন

সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। শনিবার (২২ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। 

বিশ্বকাপে টিকে থাকতে হলে এই ম্যাচে পয়েন্ট পেতেই হবে বাংলাদেশকে। অস্ট্রেলিয়া ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছিলো টাইগাররা। জাকের আলীর পরিবর্তে একাদশে জায়গা পান শেখ মাহেদী। তবে ভারতের বিপক্ষে মাহেদী একাদশে থাকবে কিনা সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাঁচা-মরার ম্যাচেও টাইগার একাদশে শরিফুলের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। তিন পেসার হিসেবে একাদশে থাকবেন তাসকিন, মুস্তাফিজ ও তানজিম সাকিব। ওপেনিংয়ে ব্যর্থ হওয়া লিটন-তামিম পাচ্ছেন আরও একটি সুযোগ। এছাড়া শেখ মাহেদী এই ম্যাচের একাদশেও থাকার সম্ভাবনা বেশি। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান। 

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD