Logo

একযুগের ক্যারিয়ারে সবচেয়ে বড় ধস সাকিবের

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুন, ২০২৪, ০৪:২৮
40Shares
একযুগের ক্যারিয়ারে সবচেয়ে বড় ধস সাকিবের
ছবি: সংগৃহীত

২০১২ সালের ২১ সেপ্টেম্বরের পর গত ১২ বছরে তিনি কখনো

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসান। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে ছিল না রান, বলে ছিল না ধার সবমিলিয়ে সময়টা খুব একটা ভাল যায়নি দেশসেরা এই অলরাউন্ডারের। এই বাজে পারফরম্যান্সের কারণে সাকিবের র‌্যাংকিংয়ে আবারও প্রভাব পড়লো। 

বিজ্ঞাপন

সাকিব বিশ্বকাপ শুরু করেছিলেন অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে থেকে। প্রথম সপ্তাহে বাজে পারফরম্যান্সের কারণে এক লাফে পাঁচে নেমে যান। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে সাকিবকে খুঁজেই পাওয়া যায়নি। নেদারল্যান্ডসের বিপক্ষে ফিফটি করে ফর্মে ফেরার ইঙ্গিত দেন সাকিব। তাতে র‌্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি হয়।

বিজ্ঞাপন

তিন নম্বরে থেকে সুপার এইটের মিশনে মাঠে নেমেছিলেন সাকিব। কিন্তু সুপার এইটেও জ্বলে উঠতে পারেননি তিনি। যার প্রভাব পড়েছে র‌্যাংকিংয়েও। তিন ধাপ পিছিয়ে আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় ৬ নম্বরে নেমেছেন সাকিব। যা এক যুগের মধ্যে তার সর্বনিম্ন র‌্যাংকিং। ২০১২ সালের ২১ সেপ্টেম্বরের পর গত ১২ বছরে তিনি কখনো পাঁচের নিচে ছিলেন না। এবারের মতো বাজে সময় আগে কখনো কাটাতে হয়নি তাকে। সেটা র‌্যাংকিং দেখলেও স্পষ্ট বোঝা যাচ্ছে।

বিজ্ঞাপন

শীর্ষে উঠেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার রেটিং পয়েন্ট ২২২। ২০৬ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব রয়েছেন ছয়ে। তার উপরে আছেন সিকান্দার রাজা, মার্কোস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া ও মোহাম্মদ নবী। টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংকিংয়ে সূর্যকুমার যাদবকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন ট্রেভিস হেড। এছাড়া বোলিং র‌্যাংকিংয়ে কোনো পরিবর্তন আসেনি। ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদই আছেন শীর্ষে। 

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD