Logo

কোনোভাবেই মেসিকে ছাড় দিতে চান না প্রতিপক্ষ কোচ

profile picture
জনবাণী ডেস্ক
৯ জুলাই, ২০২৪, ০১:০৬
37Shares
কোনোভাবেই মেসিকে ছাড় দিতে চান না প্রতিপক্ষ কোচ
ছবি: সংগৃহীত

রক্ষণভাগ ভালোভাবে সামলানোর পাশাপাশি আক্রমণাত্মক খেলার প্রত্যয় ব্যক্ত করেন জেসে মারশ।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার যেকোনো ম্যাচের আগে যা হয়, এখানেও সেটিই হচ্ছে। প্রতিপক্ষ কোচের চিন্তার একটা বড় অংশজুড়ে আছেন লিওনেল মেসি। মেসিকে কীভাবে আটকানো যাবে, মেসি নামের জাদুকরকে কীভাবে নিষ্প্রভ রাখা যায়, সেটি নিয়েই মাথা ঘামাতে হয় তাঁদের।

বিজ্ঞাপন

চলমান কোপা আমেরিকার ৪৮তম আসরের প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা। কোপার প্রথম ম্যাচে কানাডাকে ২-০ ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা। সে ম্যাচে বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েছিলেন মেসি। মূলত তাকে ফ্রি করে দেওয়াতে এমন সুযোগ পান ইন্টার মিয়ামি তারকা। কিন্তু সেমিতে সেটা হতে দিতে চান না কানাডা কোচ। রক্ষণভাগ ভালোভাবে সামলানোর পাশাপাশি আক্রমণাত্মক খেলার প্রত্যয় ব্যক্ত করেন জেসে মারশ।

বিজ্ঞাপন

জেসে মার্শ বলেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। আমরা শুধু রক্ষণভাগই সামলাবো না। আমরা আরো আক্রমণাত্মক খেলবো। তারপর দেখবো আমরা সেটা পারি কিনা। প্রথম ম্যাচে আমরা মেসিকে অনেক স্বাধীনতা দিয়েছিলাম। এটা এই ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ। তাকে আরো ভালোভাবে আটকানো আমাদের অন্যতম দায়িত্ব।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি আমরা যত ম্যাচ খেলেছি তার মধ্যে সেরা হতে যাচ্ছে। আমরা যদি শক্তিতে পেরে নাও উঠতে পারি তবুও চেষ্টা করবো।’

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

কোনোভাবেই মেসিকে ছাড় দিতে চান না প্রতিপক্ষ কোচ