Logo

পাকিস্তান সিরিজে ব্যাটিং প্ল্যান নিয়ে যা ভাবছেন শান্ত

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুলাই, ২০২৪, ০৬:৩৪
57Shares
পাকিস্তান সিরিজে ব্যাটিং প্ল্যান নিয়ে যা ভাবছেন শান্ত
ছবি: সংগৃহীত

আমরা যদি আমাদের ওই অভিজ্ঞতাটা দেখাতে পারি ওই শক্তিমত্তা অনুযায়ী খেলতে পারি অবশ্যই এই সিরিজটা ভালো হবে।’

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বর্তমানে বিশ্রামে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী আগস্টে পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। আর সেই সিরিজের ব্যাটিং পরিকল্পনা নিয়ে এখনই কিছু বলতে চান না দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জুলাই) গণমাধ্যমের মুখোমুখি হন এই টাইগার অধিনায়ক। এ সময় পাকিস্তান সিরিজ নিয়ে শান্ত বলছিলেন, ‘ব্যাটিং প্ল্যানিংটা না বলি, ব্যাটিং প্ল্যানিংটা আমাদের মধ্যেই থাক৷ আমার মনে হয় যে এটা অবশ্যই অনেক চ্যালেঞ্জিং হবে। তারা খুবই ভালো দল কিন্তু এই ফরম্যাটে আমাদের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। আমি যদি নাম বলি মুশফিক ভাই, মুমিনুল ভাই আরো বেশ কিছু প্লেয়ার আছে। আমরা যদি আমাদের ওই অভিজ্ঞতাটা দেখাতে পারি ওই শক্তিমত্তা অনুযায়ী খেলতে পারি অবশ্যই এই সিরিজটা ভালো হবে।’

বিজ্ঞাপন

যোগ করে শান্ত বলেন, যারা টি-টোয়েন্টি ফরম্যাটে ছিল না, যারা আসবে তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান সিরিজের জন্য। লক্ষ্য অবশ্যই সামনে সিরিজটা আবার নতুন করে শুরু করা। আমরা লাস্ট শ্রীলঙ্কার সাথে শেষ করেছিলাম অনেকদিন পর আবার একটা টেস্ট সিরিজ সামনে। এই সিরিজের আগে সবাই মোটামুটি একটা সময় পাচ্ছে প্রস্তুতি নেওয়ার জন্য সুতরাং আশা করছি ভালো কিছু হবে।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD