ব্যাটিংয়ের পর বল হাতেও হতাশ সাকিব


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৪


ব্যাটিংয়ের পর বল হাতেও হতাশ সাকিব
ছবি: সংগৃহীত

বর্তমানে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের পর দেশে ফিরেই উড়াল দেন তিনি। তবে শুরুর দিকে পারফর্ম করলেও সবশেষ দুই-তিন ম্যাচে একেবারে মলিন সাকিব। 


রবিবার (১৪ জুন) লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে ব্যাট-বল কোনোটাতেই রাঙাতে পারেননি সাকিব, তার দলও বড় ব্যবধানে হেরেছে।


আরও পড়ুন: ভালো পারফর্ম করে সবার নজরে আসতে চাই: তরুণ অলরাউন্ডার


ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে আগে ব্যাট করতে নামা লস অ্যাঞ্জেলসের হয়ে এদিনও চার নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। তবে ২ বল খেলে কোনো রান না করেই আউট হয়ে ফেরেন তিনি। এরপর নাইট রাইডার্সরা ১৮.৪ ওভারে ১২৯ রান তুলে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেছেন সাইফ বাদার। এছাড়া ১২ বলে ২০ রানের ইনিংস খেলেন আন্দ্রে রাসেল।


ছোট লক্ষ্য তাড়ায় ওয়াশিংটনকে শুরুতেই জয়ের পথে নিয়ে যান ট্রাভিস হেড এবং স্টিভেন স্মিথ। এই দুজনের উদ্বোধনী জুটিতে ৭৯ রান আসে। ৩২ বলে ৫৪ রান করে আউট হন হেড। তবে ঠিকই ২৪ বল হাতে রেখে ৮ উইকেটে জয় তুলে নেয় ওয়াশিংটন। ৩৬ বলে ৪২ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন স্মিথ। এছাড়া ১৬ বলে ১১ রান করেন রাচিন রবীন্দ্র। 


আরও পড়ুন: বিয়ে করলেন বিশ্বকাপ মাতানো লেগস্পিনার রিশাদ, পাত্রী কে?


ব্যাটিংয়ের পর বল হাতেও হতাশ করেছেন সাকিব। ম্যাচে ৩ ওভার বল করে ২৯ রান খরচ করেছেন তিনি, ছিলেন উইকেটশূন্য। লস অ্যাঞ্জেলসের হয়ে ১টি করে উইকেট শিকার করেন শেডলে ভ্যান স্ক্যালকোয়াক এবং স্পেনসার জনসন।


এ নিয়ে টানা তিন ম্যাচে হারের হ্যাটট্রিক গড়েছে নাইট রাইডার্সরা, আরেকটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। ফলে পাঁচ ম্যাচে মাত্র এক জয়ে ৩ পয়েন্ট পেয়েছে সাকিব-রাসেলদের লস অ্যাঞ্জেলস। ছয় দলের মধ্যে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান পাঁচে।


জেবি/আজুবা