Logo

সাকিব-শরিফুলের বোলিং জাদুতে জিতল বাংলা টাইগার্স

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জুলাই, ২০২৪, ২১:৪০
58Shares
সাকিব-শরিফুলের বোলিং জাদুতে জিতল বাংলা টাইগার্স
ছবি: সংগৃহীত

প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান তোলে বাংলা টাইগার্স মিসিসৌগা।

বিজ্ঞাপন

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল বাংলা টাইগার্স। বাংলাদেশের দুই ক্রিকেটারের অসাধারণ বোলিংয়ে প্রথম জয় পেল বাংলা টাইগার্স মিসিসাগা।

শনিবার (২৭ জুলাই) দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে সাকিব আল হাসান এবং শরিফুল ইসলামদের দলটি। ভ্যাঙ্কুভার নাইটসকে ২৩ রানে হারিয়েছে তারা। ব্যাট হাতে রাঙাতে না পারলেও বল হাতে সাকিব ছিলেন দুর্দান্ত। দারুণ বোলিংয়েদলের জয়ে অবদান রেখেছেন শরিফুলও। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান তোলে বাংলা টাইগার্স মিসিসৌগা। ইনিংসে সর্বোচ্চ ৪০ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার আহমেদ। পরের ইনিংসে নিজের প্রথম দুই ওভারে মাত্র ২ রান দিয়ে শিকার করেন ১ উইকেট শরিফুল। এ ছাড়া ইনিংসের অষ্টম ওভারে টানা দুই বলে সাকিব তুলে নেন ২ উইকেট, ওই ওভারে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। যদিও শেষমেশ হয়নি হ্যাটট্রিকটা।

বিজ্ঞাপন

রানতাড়ায় ৩০ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ভ্যাঙ্কুভার নাইটস। সেখান থেকে দলকে আশার আলো দেখালেও শেষ পর্যন্ত ব্যর্থ হন হার্শ ঠাকের।  ৬৭ বলে ৭৯ রানের দারুণ এক ইনিংস খেলে তিনি অপরাজিত ছিলেন। নিজের শেষ ওভারে এসে ৩ রানে ১ উইকেট তুলে নেন সাকিব। পরের ওভারে আগুন ঝরানো বোলিংয়ে শরিফুল দেন ১ রান। ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নেন সাকিব। শরিফুল ৪ ওভারে ১২ রান দিয়ে ১ উইকেট শিকার করেন।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

সাকিব-শরিফুলের বোলিং জাদুতে জিতল বাংলা টাইগার্স