Logo

বাংলাদেশ দলের অনুশীলন স্থগিত করল বিসিবি

profile picture
জনবাণী ডেস্ক
৪ আগস্ট, ২০২৪, ২১:১০
45Shares
বাংলাদেশ দলের অনুশীলন স্থগিত করল বিসিবি
ছবি: সংগৃহীত

যারা যারা ছিল তারা সবাই টেস্টে ছিল। আজকে টোটাল ১৪ জন টেস্ট দিয়েছে সব মিলিয়ে।’

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই শনিবার (৩ আগস্ট) শুরু হয়েছিল শান্তদের পাকিস্তান সিরিজের প্রস্তুতি। তবে, একদিনের মাথায় সেই ক্যাম্প স্থগিত করল বিসিবি। মূলত দেশব্যাপী অসহযোগ আন্দোলনের কারণে আপাতত খেলোয়াড়দের নিরাপত্তাকে প্রাধান্য দিচ্ছে বিসিবি।

বিজ্ঞাপন

তবে অনুশীলন বাতিলের এই সিদ্ধান্ত শুধুমাত্র আজকের জন্য। পরবর্তীতে বাকি সিদ্ধান্ত জানানো হবে বলে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। 

বিজ্ঞাপন

এর আগে শনিবার সকালে স্ট্রেংথ পরীক্ষা শেষে সংবাদমাধ্যমকে বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, আমাদের তো গত কিছু দিন আগে বিশ্বকাপে যাওয়ার আগে আমরা তো একটা ফিটনেস টেস্ট করে তারপর গিয়েছিলাম। আর আজকে তার ফলোআপ টেস্টিং ছিল তো ফলো অফ টেস্টিংয়ে আমাদের রানিং টেস্ট ছিল। কিছু স্ট্রেংথ টেস্ট ছিল, তো রানিং টেস্ট ওয়েদারের কারণে করতে পারি নাই। স্ট্রেংথ টেস্টটা করেছি সবাই মিলে৷ যারা যারা ছিল তারা সবাই টেস্টে ছিল। আজকে টোটাল ১৪ জন টেস্ট দিয়েছে সব মিলিয়ে।’ 

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি আগস্ট মাসেই বাংলাদেশ দলের পাকিস্তান সফরের কথা রয়েছে। ২১ আগস্ট থেকে শুরু হওয়া সেই দুই টেস্টকে মাথায় নিয়েই চলছে ক্রিকেটারদের বর্তমান অনুশীলন পর্ব।

বিজ্ঞাপন

জেবি/আজুবা 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD