Logo

প্রথম টেস্টে মাঠে নামা নিয়ে যা বললেন মুশফিকুর রহিম

profile picture
জনবাণী ডেস্ক
১৮ আগস্ট, ২০২৪, ০৫:৫৫
129Shares
প্রথম টেস্টে মাঠে নামা নিয়ে যা বললেন মুশফিকুর রহিম
ছবি: সংগৃহীত

কিস্তান শাহিনসের বিপক্ষে চার দিনের ম্যাচে ইনজুরিতে পড়েছেন তরুণ এই টাইগার ওপেনার

বিজ্ঞাপন

শুরুর আগেই শেষ হয়েগেছে ওপেনার ব্যাটার মাহমুদুল হাসান জয়ের পাকিস্তান সিরিজ। পাকিস্তান শাহিনসের বিপক্ষে চার দিনের ম্যাচে ইনজুরিতে পড়েছেন তরুণ এই টাইগার ওপেনার। আর একই ম্যাচে আঙুলে আঘাত পেয়েছিলেন অভিজ্ঞ ক্যাম্পেনার মুশফিকুর রহিমও। তবে রাওয়ালপিন্ডিতে সাকিব-শান্তদের সঙ্গে মাঠে নামতে বেশ আত্মবিশ্বাসী এই ডান হাতি ব্যাটার।

পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম ইনিংসে পাঁচে নেমে ২৭ বলে ১৪ রান করে আউট হন মুশফিকুর রহিম। পরে আর দ্বিতীয় ইনিংসে আর নামাই হয়নি তার। শনিবার (১৭ আগস্ট) সংবাদমাধ্যমের মুখোমুখি মাঠে না নামার কারণও জানিয়েছেন দেশসেরা এই ব্যাটার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, আঙুলে ব্যথার কারণে কোনো প্রকার ব্যাট করিনি। নেটে ব্যাট করার সময় একটু চোট পেয়েছিলাম। আশা করছি দ্রুত সময়েই সেরে উঠবে। জাতীয় দলের হয়ে প্রথম টেস্ট খেলব।

চার দিনের টেস্ট ম্যাচের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, (পাকিস্তানে) এখন পর্যন্ত সব কিছু দারুণ। যদিও ম্যাচটা আমাদের পক্ষে আসেনি। আবহাওয়াও কিছুটা বাধ সেধেছে। আমার মতে, পাকিস্তান শাহিনস অনেক ভালো খেলেছে। বিশেষ করে উমার ভাই অসাধারণ খেলেছেন। বোলাররাও... নাসিম ভাই, মোহাম্মদ আলি, মীর হামজাও বিভিন্ন ধাপে ভালো বোলিং করেছেন। আমাদের ‘এ’ দলে বেশ কয়েকজন তরুণ ছেলে আছে। আমি নিশ্চিত তারা এখান থেকে অনেককিছু শিখতে পেরেছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, কয়েক দিন ভারী বর্ষণের কারণে ম্যাচটা বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা যথাযথ অনুশীলন করতে পারিনি। প্রথম কয়েক দিনে শুধু একটি নেট সেশন হয়েছিল মাত্র। তবে এটিও আদর্শ নয়। তবে মাঠে আমি সেরাটা দিয়ে চেষ্টা করেছি। প্রথম ইনিংস আমাদের পক্ষে ছিল না।

পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকির চোটে পড়েন ব্যাটার মাহমুদুল হাসান জয়। ফলে মাঠের খেলা থেকে ৩ সপ্তাহের জন্য ছিটকে গেছেন মাহমুদুল। ফলে আসন্ন দুই ম্যাচের সিরিজটি খেলতে পারবেন না তিনি। তাই প্রথম ম্যাচে মুশফিককেও না পেলে বিপাকে পড়বে দলনেতা শান্ত।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD