Logo

টেস্ট সিরিজ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ

profile picture
জনবাণী ডেস্ক
১৮ আগস্ট, ২০২৪, ০১:২৪
183Shares
টেস্ট সিরিজ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ
ছবি: সংগৃহীত

তবে মাঠে নামার আগেই বাংলাদেশ দলে দুঃসংবাদ

বিজ্ঞাপন

পাক শিবিরের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বুধবার (২১ আগস্ট) মাঠে নামবে টাইগাররা। তবে মাঠে নামার আগেই বাংলাদেশ দলে দুঃসংবাদ। ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন ওপেনার ব্যাটার মাহমুদুল হাসান জয়।

সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। জয়ের বিকল্প হিসেবে স্কোয়াডে ডাক পাবেন কোন ওপেনার। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবির নির্বাচকরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শান্ত-লিটনদের আগে দুটি চার দিনের ম্যাচ খেলতে আগে পাকিস্তানে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ এ দল। সিরিজের প্রথম ম্যাচ ড্র হয়েছে। এই ম্যাচেই ইনজুরিতে পড়েছেন ব্যাটার জয়। প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় কুঁচকির চোটে পড়েন এই ওপেনার। যার ফলে আগামী তিন সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে তাকে।

ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১২২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ এ দল। যেখানে একমাত্র সফল ব্যাটার ছিলেন জয়। তরুণ এই ওপেনার একাই করেছেন দলের অর্ধেক রান। ১১৬ বল খেলে করেছিলেন ৬৫ রান। এরপর দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তাই এই ব্যাটারের ইনজুরিতে কিছুটা হলেও বিপাকে পড়েছে বাংলাদেশ। এ দলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাবর-রিজওয়ানদের বিপক্ষে বড় কিছু করার আশা ছিল জয়ের। শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হচ্ছে এই ডান হাতি ওপেনার ব্যাটারকে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD