Logo

সাকিব ভাই কিংবদন্তি, তার অর্জন অস্বীকার করতে পারব না: মিরাজ

profile picture
জনবাণী ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৪, ০৫:৪৩
48Shares
সাকিব ভাই কিংবদন্তি, তার অর্জন অস্বীকার করতে পারব না: মিরাজ
ছবি: সংগৃহীত

তবুও প্রথম ম্যাচে হার এড়াতে পারেননি টাইগাররা

বিজ্ঞাপন

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজের প্রথম টেস্টে হোম অব ক্রিকেট মিরপুরে খেলে লাল বলের ক্যারিয়ারের ইতি টানার কথা জানিয়েছিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু নিরাপত্তা ইস্যুতে দেশে আসতে না পারায় তাকে ছাড়ায় মাঠে নেমেছিল শান্ত বাহিনী। এই ম্যাচে দেশসেরা ক্রিকেটারের অভাব পূরণের চেষ্টা করেছিলেন অলরাউন্ডার মেহেদী মিরাজ। তবুও প্রথম ম্যাচে হার এড়াতে পারেননি টাইগাররা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও আসেন ৯৭ রানে সাজঘরে ফিরে যাওয়া এই টাইগার অলরাউন্ডার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় মিরপুর টেস্টে সাকিবকে কতটা মিস করেছেন এই প্রশ্ন করা হয় মিরাজের কাছে। উত্তরে তিনি বলেন, সাকিব ভাইয়ের ইস্যুটা তো আমরা সবাই কমবেশি জানি। তিনি কেন আসেননি বা খেলতে পারেনি এটা আমার মনে হয় না কারো অজানা আছে। অবশ্যই সাকিব ভাই একজন কিংবদন্তি খেলোয়াড়।

‘তিনি (সাকিব) বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছে। আমরা সবাই এটা জানি। এটা অস্বীকার করতে পারব না কেউ। যেহেতু, সে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি আমার কাছে মনে হয়, সবাই তার পাশে থাকা উচিত।’

বিজ্ঞাপন

শুধু বাংলাদেশ নয় সাকিব আল হাসান ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তার রিপ্লেস এখনও তৈরি না হলেও সবাই মিরাজকেই তার উত্তরসূরি মনে করেন অনেকেই। মিরাজের কাছেও জানতে চাওয়া সেই বিষয়ে। কিন্তু সাকিবের সঙ্গে নিজের তুলনা মানতে পারেননি মিরাজ নিজেই।

বিজ্ঞাপন

এই অলরাউন্ডরের ভাষ্য, আপনারা সবাই এই কথাটা বলেন যে—সাকিব ভাইয়ের জায়গায় আমি! তিনি বাংলাদেশের অনেক বড় অর্জন করেছেন, ১৭ বছর ধরে দেশের হয়ে খেলছেন। তিনি একজন কিংবদন্তি ক্রিকেটার। আমি মাত্র ১-২ বছর হলো রান করা শুরু করেছি, আর উনি শুরু থেকেই রান করেছেন। তো সাকিব ভাইয়ের জায়গায় সাকিব ভাই, আমার জায়গায় আমি। এক খেলোয়াড়কে আরেক খেলোয়াড়ের সঙ্গে তুলনা না করাটাই ভালো।

বিজ্ঞাপন

সাকিব ও নিজের ব্যাটিং পজিশন নিয়ে মিরাজ আরও বলেন, আমি ব্যাট করি সাত-আট নম্বরে। আর উনি ব্যাট করতেন টপ অর্ডারে। তো আমার যখন সময় আসবে আমি চেষ্টা করব দলের প্রয়োজনে ভালো ক্রিকেট খেলার জন্য।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD