Logo

ভারতের একযুগের ইতিহাস ভেঙ্গে দিল নিউজিল্যান্ড

profile picture
জনবাণী ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৪, ০৪:০৫
64Shares
ভারতের একযুগের ইতিহাস ভেঙ্গে দিল নিউজিল্যান্ড
ছবি: সংগৃহীত

ভারতের মাটিতে এটিই নিউজিল্যান্ডের প্রথম সিরিজ জয়

বিজ্ঞাপন

নিজেদের ঘরের মাঠে ভারত সবশেষ টেস্ট সিরিজ হেরেছিল ১২ বছর আগে সেই ২০১২ সালে। অবশেষে নিউজিল্যান্ড সেই রেকর্ড ভেঙে দিল। পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্টে মিচেল স্যান্টনারের অবিশ্বাস্য বোলিংয়ে ভারতকে ১১৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে ব্ল্যাক ক্যাপসরা। ভারতের মাটিতে এটিই নিউজিল্যান্ডের প্রথম সিরিজ জয়।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ২৫৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ১৫৬ রানেই প্রথম ইনিংসে গুটিয়ে যায় ভারত। পরে নিজেদের দ্বিতীয় ইনিংসে আরও ২৫৫ রান যোগ করে কিউই ব্যাটাররা। ফলে ম্যাচ জেতার জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৫৯ রান। কিন্তু তৃতীয় দিনে ২৪৫ রানেই গুটিয়ে যায় রোহিত শর্মার দল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে ৫৩ রানে ৭ উইকেট নেওয়া বাঁ-হাতি স্পিনার স্যান্টনার দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ১০৪ রানে ৬ উইকেট। ১৩ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করে দলকে একাই জিতিয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৮ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড। আরও ৫৭ রান যোগ করে ২৫৫ রানে অল-আউট হয় সফরকারীরা। তাতেই কঠিন স্পিন সহায়ক উইকেটে ৩৫৯ রানের চ্যালেঞ্জে পড়ে স্বাগতিকরা।

ব্যাট করতে এসে শুরুতেই সাঁজঘরে ফিরে যায় রোহিত শর্মা। স্যান্টনারের বলে তিনি ক্যাচ দেন উইল ইয়ংকে। ফেরেন ৮ রান করে। এই বোলারের দারুণ বোলিংয়ে অবশ্য বাকিরাও ঠিকঠাক দাঁড়াতে পারছিলেন না ক্রিজে এসে। কেবল ইয়াশাসবি জায়সাওয়াল মারকুটে থেকে রান বাড়াচ্ছিলেন। অপরপ্রান্তে শুভমান গিল এসে ২৩ রান করে আউট হয়ে ফিরে যান।

বিজ্ঞাপন

বিরাট কোহলিও টিকে থাকতে পারেননি বেশিক্ষণ। ৪০ বলে ১৭ রান করে উইকেট হারান তিনি। রিশভ পান্থ অবশ্য রানের খাতা খোলার আগেই রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন। ৪১ বলে ৫০ স্পর্শ করা জায়সাওয়াল আশা জাগালেও তাকে টিকতে দেননি স্যান্টনার। তার বল ড্যারিল মিচেলের হাতে তুলে দিয়ে বিদায় নেন ভারতীয় এই ওপেনার। খেলে যান ৬৫ বলে ৭৭ রানের অসাধারণ ইনিংস।

বিজ্ঞাপন

এরপর নিয়মিত বিরতিতে বাকিরা উইকেট হারাতে থাকে। শেষদিকে অবশ্য প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রবীন্দ্র জাদেজা। তিনি টিকে থাকেন শেষ পর্যন্ত। তবে আজাজ প্যাটেলের কাছে পেরে ওঠেননি। ৮৪ বলে তার ৪২ রানের ইনিংস শেষ হলে ইতিহাস গড়া হয় নিউজিল্যান্ডের। দলটির হয়ে একাই ৬ উইকেট তুলে নিয়েছেন স্পিনার স্যান্টনার। আজাজ দুটি ও গ্লেন ফিলিপস পান একটি করে উইকেট।

বিজ্ঞাপন

সিরিজে এখনও একটা টেস্ট বাকি। তবে ঘরের মাঠে টানা দুই টেস্ট হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে বড় ধাক্কাই খেল অধিনায়ক রোহিত শর্মার দল। আগামী ১ নভেম্বর ওয়াংখেড়ে শুরু হবে আনুষ্ঠানিকতার সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD