Logo

আইপিএলে ৩ ফ্র্যাঞ্চাইজির জন্য অপেক্ষায় সাকিব আল হাসান

profile picture
জনবাণী ডেস্ক
২৩ মার্চ, ২০২৫, ০৩:০১
87Shares
আইপিএলে ৩ ফ্র্যাঞ্চাইজির জন্য অপেক্ষায় সাকিব আল হাসান
ছবি: সংগৃহীত

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি একেবারেই সাকিব আল হাসানের পক্ষে নেই

বিজ্ঞাপন

আচমকাই দৃশ্যপটটা বদলে গেল। সাকিব আল হাসানের জন্য ক্রিকেটের মঞ্চটা মাত্র কদিন আগেও ছিল অনিশ্চিত। দৃষ্টির সমস্যার জন্য সাকিবের ব্যাটিং নড়বড়ে ছিল আগে থেকেই। আর সঙ্গে যুক্ত হয় বোলিং নিষেধাজ্ঞা। তবে বৃহস্পতিবার (২০ মার্চ) ইংল্যান্ডের বার্মিংহ্যাম থেকে ভেসে আসে সুখবর। গ্যারেথ ব্যাটির অধীনে অনুশীলনের পর সাকিব বোলিং অ্যাকশনেও পেয়েছেন ছাড়পত্র। 

তৃতীয় মেয়াদে বোলিং পরীক্ষায় পাশ করার পর সাকিবের আইপিএল বা কাউন্টি ক্রিকেটে বা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে আর কোনো ধরণের বাধা নেই। জাতীয় দলের হয়ে বাংলাদেশের এই অলরাউন্ডারকে আর খেলতে দেখা যাবে কি না, সেটা নিয়ে অবশ্য বেশ সংশয়ই রয়ে গেছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি একেবারেই সাকিব আল হাসানের পক্ষে নেই। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তাই বলে মাঠ থেকে সাকিবকে দূরে রাখার সাধ্য কী! বোলিং ছাড়পত্র পাওয়ার পরেই আইপিএলের তিন দলের সঙ্গে নাকি যোগাযোগ করেই ফেলেছেন বাংলাদেশের এই সেরা অলরাউন্ডার। ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন অন্তত সেই দাবিই করেছে। নিজস্ব সূত্রের ভিত্তিতে সেই তারা জানিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে আলোচনা করেছেন সাকিব। 

এই তিন দলের সঙ্গেই কেন সাকিব আলোচনা করেছেন, সেটার একটা প্রাথমিক ব্যাখ্যাও দিয়েছে সংবাদমাধ্যমটি। তাদের ভাষ্য, এই দলগুলির স্পিন বিভাগ তুলনামূলকভাবে দুর্বল। যে কারণে সাকিব নিজ থেকেই তাদের হয়ে খেলার জন্য আগ্রহ দেখিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে শনিবার (২২ মার্চ) থেকেই আইপিএল শুরু হয়ে যাচ্ছে। ফলে এখনই সাকিবের আইপিএলে ফেরার সম্ভাবনা কম। টুর্নামেন্ট চলাকালীন যদি কেউ চোট পেয়ে ছিটকে যান বা নাম তুলে নেন, একমাত্র তবেই সাকিব সুযোগ পেতে পারেন। আর এজন্য সময় থাকবে ১২টি ম্যাচ পর্যন্ত। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে সাকিব জানিয়ে দিয়েছেন, খেলার জন্য পুরোপুরি তৈরি তিনি। 

উল্লেখ্য, আইপিএলে একসময় বাংলাদেশের হয়ে নিয়মিত প্রতিনিধিত্ব করেছেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১২ এবং ২০১৪ সালে জিতেছিলেন শিরোপা। এর বাইরে এক আসর খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD