Logo

জ্ঞান ফেরার পর কথা বলছেন তামিম ইকবাল

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মার্চ, ২০২৫, ০১:২১
50Shares
জ্ঞান ফেরার পর কথা বলছেন তামিম ইকবাল
ছবি: সংগৃহীত

হার্টে সফলভাবে রিং পরানোর পর জ্ঞান ফিরেছে তামিম ইকবালের।

বিজ্ঞাপন

হার্টে সফলভাবে রিং পরানোর পর জ্ঞান ফিরেছে তামিম ইকবালের। এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তবে আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন।

ইতোমধ্যে তামিম ইকবালকে দেখতে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজে পৌঁছেছে তার পরিবার। ভেতরে পরিবারের সঙ্গে কথা বলছেন তামিম। হাসপাতাল থেকে বের হয়ে এমনটাই জানিয়েছেন বিসিবির পরিচালক মাহবুব আনাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে কেপিজে স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজের ডিরেক্টর ডাক্তার রাজীব তামিম ইকবালের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, “তামিম ইকবাল ভাই আজকে সকালে সাড়ে ৯টার দিকে অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় তাকে এখানে আনা হয় এবং চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে চিন্তা করি যে তাকে ঢাকায় নিয়ে যাওয়া যাবে না। বিভিন্ন কারণে ঢাকায় নেওয়া যায়নি। পরবর্তীতে তার অবস্থা ক্রিটিক্যাল হয়ে যায়। ওই অবস্থায়ই তিনি আবার আসেন। ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন, সব কিছু করা হয়েছে।’’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘‘আল্লাহর রহমতে কন্ডিশন এখন অনুকূলে আছে। তার একটা হার্ট অ্যাটাক হয়েছে। তাই একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে উনার স্টেন্টিং খুব স্মুদলি ও এফিশিয়েন্টলি হয়েছে। ডাক্তার মারুফ এই স্টেন্টিং করেছেন। এখন ওই ব্লকটা পুরোপুরি চলে গেছে। আমরা যেমনটা বলছিলাম, একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিংয়ের পর এখন পর্যবেক্ষণে আছেন। ক্রিটিক্যাল অবস্থা এখনও কাটেনি। একটু সময় লাগবে। আমরা সবাই প্রাণপণ চেষ্টা করছি।”

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD