২-১ সপ্তাহে পাওয়ার হিটিং আয়ত্ত করা সম্ভব নয়: জুলিয়ান উড

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং আয়ত্ত করা সম্ভব নয়: জুলিয়ান উড
বিজ্ঞাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের আগে ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ে উন্নতি করতে ইংলিশ কোচ জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছে।
সিলেটে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে উড বলেন, “বাংলাদেশি ব্যাটারদের মধ্যে পাওয়ার নেই—এটা মিথ। তাদের যথেষ্ট শক্তি আছে, গুরুত্বপূর্ণ হলো সেই শক্তি কিভাবে ব্যবহার করা যায়।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “এক বা দুই সপ্তাহে কেউ পারফেক্ট পাওয়ার হিটিং আয়ত্ত করতে পারবে না। এটি একটি ধাপে ধাপে শেখার প্রক্রিয়া। ছোট গড়নের খেলোয়াড়রা মূলত রিদম, টাইমিং ও মুভমেন্টের উপর নির্ভর করে। এগুলো ঠিক থাকলে ভেলোসিটি বেড়ে যায়। আমরা তাদের শেখাচ্ছি কিভাবে শরীর ও হাতের সমন্বয়ে পাওয়ার বাড়ানো যায়।”
বিজ্ঞাপন
উড আরও যোগ করেন, “এটি সম্পূর্ণভাবে মাইন্ডসেটের উপর নির্ভর করে। যারা বিশ্বাস রাখবে এবং ধৈর্যশীল হবে, তারা সফল হবে। আমি তাদেরকে প্রয়োজনীয় টুলস ও আত্মবিশ্বাস দিতে চাই যাতে তারা জানে এটি করতে পারবে।”
বিজ্ঞাপন
আরএক্স/








