Logo

ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিকান্দার রাজা, চারে মিরাজ

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:৩৫
44Shares
ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিকান্দার রাজা, চারে মিরাজ
ছবি: সংগৃহীত

ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিকান্দার রাজা, চারে মিরাজ

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাট–বলের নৈপুণ্য দেখিয়ে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

হারারেতে দুই ম্যাচের সিরিজে ব্যাট হাতে দুটি হাফসেঞ্চুরি করেন তিনি। পাশাপাশি প্রথম ওয়ানডেতে বল হাতে ১০ ওভারে ৪৮ রানে নেন ১ উইকেট। তার এমন পারফরম্যান্সে রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৩০২। এতে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই (২৯৬) ও মোহাম্মদ নবি (২৯২)-কে টপকে এক নম্বরে উঠেছেন রাজা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে, বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ২৪৯ রেটিং নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছেন। তার র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন রাজা। তিনি ৯ ধাপ এগিয়ে এখন ২২ নম্বরে। একই সিরিজে শ্রীলঙ্কার ব্যাটার পাথুম নিসাঙ্কা ১২২ ও ৭৬ রানের দুটি ইনিংস খেলে ৭ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন। তার সতীর্থ জানিথ লিয়ানাগে ১৩ ধাপ এগিয়ে এখন ২৯তম স্থানে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বোলিং র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ চার উইকেট নিয়ে নিজের শীর্ষস্থান আরও শক্ত করেছেন। তার রেটিং পয়েন্ট এখন ৬৯০—দ্বিতীয় স্থানে থাকা বোলারের চেয়ে ৩১ পয়েন্ট বেশি। এছাড়া প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি ৫ ধাপ এগিয়ে ২৩তম স্থানে এবং ইংল্যান্ডের জোফ্রা আর্চার উন্নতি করে ১৯তম স্থানে পৌঁছেছেন।

টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। মোহাম্মদ নবি অলরাউন্ডার তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছেন। আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ২০তম স্থানে এবং পাকিস্তানের স্পিনার সুফিয়ান মুকীম বোলিং র‌্যাঙ্কিংয়ে ২২তম স্থানে উন্নীত হয়েছেন।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিকান্দার রাজা, চারে মিরাজ