Logo

এশিয়া কাপ ক্রিকেটের টিকিট বিক্রি শুরু, অনলাইনে যেভাবে পাবেন

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৫, ২৩:১৭
73Shares
এশিয়া কাপ ক্রিকেটের টিকিট বিক্রি শুরু, অনলাইনে যেভাবে পাবেন
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ ক্রিকেট। আট দলের এই আসরে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও স্বাগতিক আমিরাত।

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ ক্রিকেট। আট দলের এই আসরে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও স্বাগতিক আমিরাত। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং ও বাংলাদেশ।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে সবচেয়ে আলোচনায় রয়েছে ১৪ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান ম্যাচ। সাম্প্রতিক পেহেলগাম ঘটনার পর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম মুখোমুখি লড়াইকে ঘিরে ভক্তদের মাঝে আগ্রহ তুঙ্গে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ইতোমধ্যেই টিকিট বিক্রি শুরু করেছে। অনলাইনে টিকিট কেনা যাবে এসিসির টিকিটিং পার্টনার প্লাটিনাম লিস্ট পোর্টাল (platinumlist.net) থেকে। এছাড়া শিগগিরই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ও আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিস থেকেও টিকিট কেনার সুযোগ থাকবে।

টিকিট প্যাকেজ ও মূল্য:

বিজ্ঞাপন

প্যাকেজ ১: গ্রুপ ‘এ’-এর সব ম্যাচ, সর্বনিম্ন মূল্য ৪৭৫ দিরহাম (প্রায় ১৫,৭০০ টাকা)।

প্যাকেজ ২: সুপার ফোর পর্বের সব ম্যাচ, সর্বনিম্ন মূল্য ৫২৫ দিরহাম (প্রায় ১৭,৪০০ টাকা)।

প্যাকেজ ৩: ২৫ ও ২৬ সেপ্টেম্বরের দুটি সুপার ফোর ম্যাচ এবং ২৮ সেপ্টেম্বরের ফাইনাল, সর্বনিম্ন মূল্য ৫২৫ দিরহাম (প্রায় ১৭,৪০০ টাকা)।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD