Logo

আগামীকাল এশিয়া কাপের বিমান ধরবে বাংলাদেশ দল

profile picture
জনবাণী ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৮
59Shares
আগামীকাল এশিয়া কাপের বিমান ধরবে বাংলাদেশ দল
ছবি: সংগৃহীত

যেখানে লিটন দাস-মুস্তাফিজুর রহমানরাও লড়াই করতে যাচ্ছেন

বিজ্ঞাপন

আর মাত্র দিন তিনেক পরই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপের এবারের আসরের পর্দা উঠতে যাচ্ছে। যেখানে লিটন দাস-মুস্তাফিজুর রহমানরাও লড়াই করতে যাচ্ছেন। আসন্ন এশিয়া কাপের উদ্দেশে আগামীকাল রবিবার (৭ সেপ্টেম্বর) দুই ভাগে ভাগ হয়ে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। 

সবমিলিয়ে ২৯ সদস্যের দল দুটি ভাগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমাবে। প্রথমে সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়বেন ১৩ জন ক্রিকেটার। এরপর বাকি ১৬ জন সদস্য সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রওনা হবেন আমিরাতের উদ্দেশে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো বড় দল। তার আগে নিজেদের সর্বশেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতে টাইগাররা বেশ ভালো আত্মবিশ্বাস সঞ্চার করেছে।

আসন্ন এশিয়া কাপ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। টুর্নামেন্টের ১৯টি ম্যাচের মধ্যে ১১টি  হবে দুবাইয়ে, বাকি আটটি আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচটি আবুধাবিতে অনুষ্ঠিত হবে, ফাইনাল হবে দুবাইতে।

বিজ্ঞাপন

এবারের এশিয়া কাপে ৮টি দেশ অংশ নেবে, যা গত আসরের তুলনায় ২টি দল বেশি। গ্রুপ ‘এ’ তে খেলবে ভারত (বর্তমান চ্যাম্পিয়ন), পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। গ্রুপ ‘বি’ তে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD