৩ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন দাস

বাংলাদেশ টিম জয় দিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করেছিল। লঙ্কানদের সহজেই হারালেও ভারতের সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত বড় ব্যাবধানে হেরেছে টাইগাররা। তাই পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটাই কার্যত অলিখিত সেমিফাইনালে পরিণত হয়েছে।
বিজ্ঞাপন
গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে খেলা।
ভারতের বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে বাংলাদেশ দল এনেছে তিনটি পরিবর্তন। বাদ পড়েছেন ওপেনার তানজিদ তামিম, স্পিনার নাসুম আহমেদ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের জায়গায় একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ, উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান এবং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। এদিকে লিটন দাস এখনও ফিরতে পারেননি দলে।
বিজ্ঞাপন
বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
বিজ্ঞাপন
পাকিস্তান একাদশ
সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
এই ম্যাচ জিততে পারলেই ফাইনালের পথ খুলে যাবে টাইগারদের সামনে। তাই পাকিস্তানের বিপক্ষে ব্যাট-বলে সর্বোচ্চ লড়াইয়ের প্রত্যাশা করছে সমর্থকরা।








