টি-টোয়েন্টিতে তৃতীয় বাংলাদেশি হিসেবে তাসকিনের ১০০ উইকেট

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তাসকিন আহমেদ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহানকে আউট করে অনন্য এই রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন তিনি। সব দেশ মিলিয়ে তাসকিন এই মাইলফলকে ২৬তম বোলার।
বাংলাদেশের হয়ে তাসকিনের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১শ উইকেট পূর্ণ করেছেন স্পিনার সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান। চলতি আসরেই সাকিবকে পেছনে ফেলে বাংলাদেশের ইতিহাসে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারী এখন মুস্তাফিজ। এবার তাসকিন স্পর্শ করলেন আরেক মাইলফলক।
বিজ্ঞাপন
বাংলাদেশের হয়ে এদিন বল হাতে শুরু করেন তাসকিন। ইনিংসের চতুর্থ বলেই তাসকিনকে পয়েন্ট দিয়ে মারতে যান ইনফর্ম ব্যাটার সাহিবজাদা ফারহান। তবে উল্টো রিশাদের তালুবন্দী হন তিনি। নিজের দ্বিতীয় ওভারেও উইকেটের দেখা পেতে পারতেন তাসকিন। তবে ইনসাইড এজের কারণে বেঁচে যান ফখর।
২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে টি-টোয়েন্টি অভিষেক হয় তাসকিনের। অভিষেকে বল হাতে ৪ ওভারে ২৪ রানে ১ উইকেট নেন তিনি। ধীরে ধীরে বাংলাদেশ বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান তাসকিন। আজকের আগে ৮১ ম্যাচের ৭৯ ইনিংসে ৯৯ উইকেট শিকার করেছিলেন তিনি।








