Logo

সাকিবকে সুখবর দিলো কানাডা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:২৮
23Shares
সাকিবকে সুখবর দিলো কানাডা
সাকিব আল হাসান | ফাইল ছবি

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার নাম লেখালেন কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আবারও নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

মন্ট্রিয়াল টাইগার্স ইতোমধ্যেই সাকিবকে নিজেদের দলে ভিড়িয়ে আইকন ক্রিকেটার হিসেবে ঘোষণা দিয়েছে।

আগামী ৮ অক্টোবর শুরু হয়ে ১৩ অক্টোবর পর্যন্ত চলবে কানাডার এই টুর্নামেন্ট। ১০ ওভারের এই প্রতিযোগিতা ঘিরে ক্রিকেট দুনিয়ায় তৈরি হয়েছে আলাদা উত্তেজনা।

বিজ্ঞাপন

সাকিবের পাশাপাশি মন্ট্রিয়াল টাইগার্স দলে আছেন আরও কয়েকজন নামী ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন জশ ব্রাউন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাই।

দলে আরও জায়গা পেয়েছেন টম মুরস, নিক হবসন, রায়ান হিগিন্স, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কারি, বেন মেনেনতি, দিলপ্রীত বাজওয়া, আন্স প্যাটেল, শ্রেয়াস মুভভা, গুরসাহিব সিং ও পদম জোশি।

বিজ্ঞাপন

তবে শুধু মন্ট্রিয়াল টাইগার্স নয়, কানাডার এই আসরে অংশ নেওয়া সব ফ্র্যাঞ্চাইজিতেই দেখা যাবে একাধিক আন্তর্জাতিক তারকা ক্রিকেটারকে। অংশ নিচ্ছেন কুইন্টন ডি কক, অ্যালেক্স হেলস, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলী ও সিকান্দার রাজা। ফলে প্রতিযোগিতা আরও জমজমাট হতে যাচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD