Logo

বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করলেন তামিম ইকবাল

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৫, ১১:০৯
33Shares
বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করলেন তামিম ইকবাল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বিজ্ঞাপন

বুধবার (১ অক্টোবর) তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ। তবে বোর্ডে সরাসরি যুক্ত হয়ে ক্রিকেটে অবদান রাখার ইচ্ছা প্রকাশ করলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছেন তামিম।

বাংলাদেশের অন্যতম সফল এই ওপেনার দেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়কদের তালিকায়ও জায়গা করে নিয়েছেন।

বিজ্ঞাপন

খেলোয়াড়ি জীবন শেষে এবার বোর্ডের পরিচালক হয়ে বিশেষ করে ক্রিকেট অপারেশনে সক্রিয় হওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু আপাতত সেই লক্ষ্য বাস্তবায়ন হচ্ছে না।

সেই তামিম এবার খেলোয়াড়ি জীবনের পাট চুকিয়ে বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখতে চেয়েছিলেন বোর্ডে এসে। বিশেষ করে ক্রিকেট অপারেশনে সক্রিয় হওয়ার ইচ্ছা ছিল তার। তবে সেটা এবার আর হচ্ছে না।

এদিকে তামিম না থাকায় নির্বাচনে পরিচালক পদ নিয়ে লড়াইয়ের চিত্র অনেকটাই বদলে যাবে। অন্য প্রার্থীদের জন্য সুযোগ বেড়ে যেতে পারে বলে মনে করছেন অনেকেই।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। এর মধ্যে ঢাকা-৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল ১ জন। 

ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছেন ৩২ জন। এ ছাড়া ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নিয়েছেন ৩ জন। 

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করলেন তামিম ইকবাল