Logo

এটা কোন নির্বাচনই না, এটা কালো দাগ হয়ে গেলো: তামিম

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৫, ১৩:৫৪
19Shares
এটা কোন নির্বাচনই না, এটা কালো দাগ হয়ে গেলো: তামিম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং তার প্যানেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি সরাসরি অভিযোগ করেছেন, নির্বাচনে অন্তবর্তী সরকারের হস্তক্ষেপ হয়েছে, যা দেশের ক্রিকেটের জন্য ‘কালো দাগ’ হয়ে থাকবে।

বিজ্ঞাপন

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১ অক্টোবর) গণমাধ্যমকে তামিম বলেন,

‘আমরা আজ আমাদের মনোনয়ন প্রত্যাহার করেছি। আমার সঙ্গে প্রায় ১৪-১৫ জন প্রার্থীও একই সিদ্ধান্ত নিয়েছেন। এটি আমাদের প্রতিবাদ। নির্বাচনের প্রক্রিয়া যে কোনো দিক থেকেই স্বচ্ছ হয়নি, তা সবার চোখে স্পষ্ট। যারা প্রত্যাহার করেছেন, তারা সবাই তাদের জায়গায় হেভিওয়েট এবং শক্তিশালী ভোটব্যাংক রয়েছে। আমরা এই নোংরামির অংশ হতে পারব না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন,“বাংলাদেশ ক্রিকেট এবং এর ভক্তরা এই অবস্থা ডিজার্ভ করে না। আরও অনেকেই প্রত্যাহার করতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে। আজ প্রায় পঞ্চাশ ভাগ প্রার্থী প্রত্যাহার করেছেন। আমাদের পক্ষে এই নোংরামির সঙ্গে যুক্ত থাকা সম্ভব নয়।”

তামিম বলেন,‘আপনি জিততে পারেন, হারতেও পারেন, কিন্তু আজকে ক্রিকেটই হেরেছে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করতে হবে, তারপর ক্রিকেটের ফিক্সিং নিয়ে ভাবা উচিত। নির্বাচনের সঙ্গে যারা জড়িত, তারা সবাই বুঝতে পারবেন যে এটি কোনো সত্যিকারের নির্বাচন হয়নি।’

তিনি আরও জানিয়েছেন, কারা কোন সময়ে, কেমন হস্তক্ষেপ করেছে, নিয়ম ইচ্ছামত পরিবর্তন করেছে – সবকিছু স্পষ্ট। আমি ভবিষ্যতে এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সিদ্ধান্তই আমাদের প্রতিবাদ।’

বিজ্ঞাপন

সব শেষে তামিম বলেন, আমি আমার স্পিচে এই কথাই বলে শেষ করব যে এই নির্বাচন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই নির্বাচনের সঙ্গে যারা আছে, আমি নিশ্চিত তারাও বুঝতে পারেন যে নির্বাচন কোন দিক থেকেই এটা একটা নির্বাচন ছিল না।’

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD