Logo

আফগানদের হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৫ অক্টোবর, ২০২৫, ১৪:৫০
13Shares
আফগানদের হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ
ফাইল ছবি।

বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে। দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে টাইগাররা শেষ তিনটি ম্যাচেই জয় অর্জন করেছে। এর মধ্যে একটি এশিয়া কাপে এবং পরের দুটি চলমান টি-টোয়েন্টি সিরিজে।

বিজ্ঞাপন

রবিবার (৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই ম্যাচ। জয় পেলেই আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ।

টাইগাররা ইতিমধ্যে সিরিজ জিতেছে এবং শেষ ম্যাচে একাদশে কিছু পরিবর্তন আনা হতে পারে। শুরুর দুই ম্যাচে সুযোগ না পাওয়া শেখ মাহেদী এই ম্যাচে একাদশে ফিরতে পারেন। তাকে জায়গা করতে একাদশ থেকে বাদ যেতে পারেন রিশাদ হোসেন।

বিজ্ঞাপন

এছাড়া পেস ইউনিটে মুস্তাফিজুর রহমানকে বসিয়ে খেলানো হতে পারে তানজিম হাসান সাকিবকে। আবার ব্যাটিং ইউনিটে প্রথম ম্যাচে দারুণভাবে ক্লিক করেছিল তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের জুটি। দ্বিতীয় ম্যাচে আবার উল্টো পথে হাঁটেন তানজিদ-ইমন। তবে তৃতীয় ম্যাচেও ওপেনিংয়ে এই জুটির উপরেই আস্থা রাখতে পারে বাংলাদেশ।

তিনে সাইফ হাসান, চারে অধিনায়ক জাকের আলী অনিকের খেলাও প্রায় নিশ্চিত। পাঁচে শামীম হোসেন পাটোয়ারী এবং ছয় নম্বরে শুরুর দুই ম্যাচের নায়ক নুরুল হাসান সোহানের খেলাও প্রায় নিশ্চিত। ফিনিশিংয়ে দলের বড় ভরসা হওয়ার পথে রয়েছেন সোহান। শুরুর দুই ম্যাচে খাদের কিনারা থেকে বাংলাদেশকে টেনে তুলেছেন তিনি।

স্পিন ইউনিটে মাহেদীর সাথে জুটি বাঁধতে পারেন নাসুম আহমেদ। সাথে থাকতে পারেন ৩ পেসার - তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

বিজ্ঞাপন

আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, ইবরাহিম জাদরান, ডারউইশ রাসুলি, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ মালিক, আব্দুল্লাহ আহমেদজাই।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD