Logo

বিসিবি নির্বাচনে ভোট দিলেন আমিনুল, জানালেন প্রতিক্রিয়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৫, ১৬:২৩
10Shares
বিসিবি নির্বাচনে ভোট দিলেন আমিনুল, জানালেন প্রতিক্রিয়া
ছবি: সংগৃহীত

বহু জল্পনা–কল্পনা আর নাটকীয়তার পর অবশেষে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন।

বিজ্ঞাপন

সোমবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনের প্রথম ভাগেই ভোট প্রদান করেছেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তিনি জানান, “আগে কখনো ভোট করিনি, অংশও নেইনি। তাই অনেক কিছুই নতুন লাগছে। বিভিন্ন জেলা থেকে প্রতিনিধি এসেছেন, ক্লাবের সদস্যরাও উপস্থিত হয়েছেন। প্রতিযোগিতা থাকলে রোমাঞ্চও থাকবেই। এবার আমি সরাসরি এই প্রক্রিয়ার অংশ হচ্ছি। কী হয় দেখা যাক।”

বিজ্ঞাপন

ভোটের পরিবেশ নিয়ে তার মূল্যায়নও ছিল সতর্ক। তিনি বলেন, “আজই প্রথম ভোট দিলাম। আগে কখনো এ অভিজ্ঞতা হয়নি। ভোট শেষ হলে বলা যাবে কেমন হলো। সবকিছুই শেষ পর্যন্ত ফলাফলের ওপর নির্ভর করছে।”

এবারের নির্বাচনে মোট ১৯১ জন কাউন্সিলর ভোটার তালিকায় আছেন। তবে এরই মধ্যে ৪৮টি ক্লাব ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। ক্লাব ক্যাটাগরিতে ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে নির্বাচিত হবেন ১২ পরিচালক।

বিজ্ঞাপন

এ ছাড়া সরাসরি ভোট অনুষ্ঠিত হচ্ছে ৯৮ কাউন্সিলরের মধ্যে। ইতোমধ্যেই ই-ব্যালটের মাধ্যমে ৫৮ জন ভোট প্রদান করেছেন। ক্যাটাগরি-১ থেকে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের দুই পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। একইভাবে বরিশাল ও সিলেট বিভাগ থেকেও প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন। তবে রাজশাহী ও রংপুর বিভাগে ভোট হচ্ছে সরাসরি।

ক্লাব ক্যাটাগরি এবং ক্যাটাগরি-২ এও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সবমিলিয়ে এবারের নির্বাচনে প্রতিযোগিতা যেমন জমে উঠেছে, তেমনি রয়েছে অনিশ্চয়তাও। এখন চোখ শেষ ফলাফলের দিকে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD