ভোটগ্রহণ শেষ, ফলাফল ঘোষণার অপেক্ষা

নানা নাটকীয়তার পর অবশেষে সম্পন্ন হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন।
বিজ্ঞাপন
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে।
ভোটের শুরুতে কাউন্সিলরদের উপস্থিতি কম থাকলেও ধীরে ধীরে বাড়তে থাকে ভিড়। ভোটকেন্দ্রে এসে আলোচনার কেন্দ্রে ছিলেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভাপতি নির্বাচনে তাকেই সবচেয়ে এগিয়ে রাখছেন ভোটাররা। দুপুরের পর ভোট দিতে এসে আলোচনায় আসেন সাবেক সভাপতি ও এবার ক্যাটাগরি-২ থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করা ফারুক আহমেদ। তবে ভোটকেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান তিনি।
বিজ্ঞাপন
বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পরিষদের নির্বাচন হয় তিনটি ক্যাটাগরিতে:-
জেলা ও বিভাগ ক্যাটাগরি (ক্যাটাগরি-১): এখানে ৭১ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক নির্বাচিত হবেন। এই ১০ আসনের বিপরীতে লড়ছেন ১৫ জন প্রার্থী।
ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২): ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন প্রার্থী।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয় ও সংস্থা ক্যাটাগরি (ক্যাটাগরি-৩): ৪৫ জন কাউন্সিলরের ভোটে একজন পরিচালক নির্বাচিত হবেন। এক আসনের এই লড়াই নিয়েই সবচেয়ে বেশি উত্তেজনা। প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের ক্রিকেটের দুই পরিচিত মুখ—দেবব্রত পাল ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
সব মিলিয়ে বিসিবি নির্বাচনকে ঘিরে দিনটি পরিণত হয়েছে ক্রিকেট অঙ্গনের উৎসবে। এখন সবার চোখ ফলাফলের দিকে, যা ঘোষণার মধ্য দিয়ে ঠিক হয়ে যাবে আগামী চার বছরের জন্য দেশের ক্রিকেট প্রশাসনের নেতৃত্ব।