Logo

আফগানিস্তানকে দেড়শ’র মধ্যেই আটকালো সাইফুদ্দিন-নাসুমরা

profile picture
ক্রীড়া ডেস্ক
৫ অক্টোবর, ২০২৫, ২২:০৪
20Shares
আফগানিস্তানকে দেড়শ’র মধ্যেই আটকালো সাইফুদ্দিন-নাসুমরা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাত ছাড়া করেছে রশিদ খানের দল আফগানিস্তান। তাই সম্মান রক্ষা করার লক্ষ্যে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছে আফগানরা। এদিন ব্যাট হাতে নিজেদের সেরাটা দিতে পারেননি ব্যাটাররা। বাংলাদেশকে ১৪৩ রানের সহজ লক্ষ্য দিয়েছে ইব্রাহিম জাদরান-গুরবাজরা।

বিজ্ঞাপন

রবিবার (০৫ অক্টোবর) টস হেরে ব্যাট করতে নেমে ২ ওভারে ২০ রান তুলে শুরুটা ভালো করেছিলেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। তবে দুজনের কেউই ইনিংস বড় করতে পারেননি। ৬ বলে ৭ রান করে শরিফুলের প্রথম শিকার হন জাদরান।

চতুর্থ ওভারের প্রথম বলে গুরবাজকে (১২) সাজঘরে পথ দেখান নাসুম আহমেদ। তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন সাদিকুল্লাহ আতাল। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি ওয়াফিউল্লাহ তারাখিল। ১৩ বলে ১১ রান করে সাইফউদ্দিনের বলে ক্লিন বোল্ড আউট হন তিনি।

বিজ্ঞাপন

এরপর পিচে বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারেননি সাদিকুল্লাহ। সাইফউদ্দিনের দ্বিতীয় স্পেলের প্রথম বলে ক্যাচ আউট হন তিনি। ২৩ বলে ২৮ রান করেন এই আফগান ব্যাটার। এরপর আজমতুল্লাহ ওমারজাই (৩) এবং মোহাম্মদ নবী ১ রানে আউট হলে দলীয় ৮২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা।

১৫তম ওভারে সাকিবকে বোলিংয়ে আনেন জাকের আলী। ওভারের তৃতীয় বলে রশিদ খানকে ১২ রানে এবং চতুর্থ বলে আব্দুল্লাহকে ফিরিফে হ্যাটট্রিক করার সুযোগ তৈরি করেছিলেন এই তরুণ টাইগার পেসার। কিন্তু পঞ্চম বল ডিফেন্স করে সাকিবে হতাশ করেন মুজিব উর রহমান।

তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন রাসুলি। কিন্তু ১৯তম ওভারের দ্বিতীয় বলে থার্ডম্যান এরিয়ায় ক্যাচ আউট হন তিনি। ২৮ বলে ৩২ রান করেন এই ব্যাটার। শেষ পর্যন্ত মুজিব উর রহমানের ১৮ বলে ২৩ রানের ইনিংসে ভর করে ১৪৩ রানের লড়াকু পুঁজি পায় আফগানিস্তান।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে তিন উইকেট শিকার করেন সাইফউদ্দিন। এ ছাড়াও নাসুম আহমদে ও তানজিম সাকিব দুটি করে, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন নেন একটি করে উইকেট।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD