বিসিবি নির্বাচন বয়কট নিয়ে মুখ খুললেন বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামীকাল (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে নির্বাচনের আগ মুহূর্তে তৈরি হয়েছে নানা বিতর্ক ও আলোচনার ঝড়।
বিজ্ঞাপন
দেশের শীর্ষ ক্রিকেটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ঢাকার বেশিরভাগ ক্লাবের কাউন্সিলররা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। এমন পরিস্থিতিতে নির্বাচনকে কেন্দ্র করে নজরে এসেছেন বর্তমান সভাপতি ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
রবিবার (৫ অক্টোবর) বিসিবি ভবনে উপস্থিত হয়ে বুলবুল বলেন, “যারা নির্বাচন বয়কট করেছেন, সেটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে ভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আমার বলার কিছু নেই।”
বিজ্ঞাপন
সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে যে ক্রীড়া উপদেষ্টা তার প্রতি বিশেষ সহযোগিতা করছেন।
এ বিষয়ে বুলবুল বলেন, “আমি কখনও বলিনি যে ক্রীড়া উপদেষ্টা আমাকে অনুরোধ করেছেন বা সহযোগিতা করেছেন। তিনি একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি, সুষ্ঠু নির্বাচন এবং ভালো বোর্ড গঠনের জন্যই তিনি কাজ করছেন। তার মধ্যে প্রভাব খাটানোর কিছু দেখিনি।”
বিজ্ঞাপন
বিসিবির সভাপতি হিসেবে চার মাস দায়িত্ব পালন করা বুলবুল জানান, দেশের ক্রিকেটের উন্নয়নই তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, “বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে আমি দায়িত্ব পালন করে যাচ্ছি। যদি কেউ মনে করেন আমি এই দায়িত্বের উপযুক্ত নই, তবে আমি যেকোনো সময় সরে দাঁড়াতে প্রস্তুত। তবে আমার লক্ষ্য একটাই, বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতি।”
উল্লেখ্য, বিসিবির নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিনুল ইসলাম বুলবুল। ধারণা করা হচ্ছে, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন এবং পরবর্তী সময়ে সভাপতি পদেও লড়বেন।