Logo

বিকেলে মাঠে নামছে ব্রাজিল

profile picture
ক্রীড়া ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৫, ১১:৩৮
16Shares
বিকেলে মাঠে নামছে ব্রাজিল
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ের পর এবার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারা নামবে জাপানের বিপক্ষে। দুর্দান্ত ফর্মে থাকা সেলেসাওরা ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামছে।

বিজ্ঞাপন

ম্যাচে শুরু থেকেই একাদশে দেখা যেতে পারে মিডফিল্ডার ব্রুনো গুইমারেসকে, যিনি সাম্প্রতিক সময়ে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হয়েছেন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গুইমারেস বলেন,‘জাতীয় দলের হয়ে এটাই আমার সেরা সময়গুলোর একটি। এই চক্রে অনেক উত্থান-পতন ছিল, কিন্তু আমরা এখন আরও শক্তিশালী। কোচ আমার ওপর আস্থা রেখেছেন, আর আমি দলে নিজের অবস্থান আরও মজবুত করতে চাই।’

আরও পড়ন:

তিনি আরও যোগ করেন, জাপানে ফিরতে পেরে ভালো লাগছে, এখানেই তো আমরা অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছিলাম। জাপানকে ভালোভাবে বিশ্লেষণ করেছি, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাঠে আমাদের পারফরম্যান্স।

বিজ্ঞাপন

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এখনো চূড়ান্ত একাদশ ঘোষণা করেননি। দলের মধ্যে রোটেশন পদ্ধতি অনুসরণের কারণে নতুন মুখ দেখা যেতে পারে এই ম্যাচেও। গুইমারেস বলেন, বিশ্বকাপ সামনে, কোচের নতুন খেলোয়াড়দের পরীক্ষা করার ইচ্ছা স্বাভাবিক। বিশ্বকাপ শুধু প্রথম একাদশ নয়, পুরো স্কোয়াডের ব্যাপার।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাসে টইটম্বুর ব্রাজিল আজ জাপানের বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামছে।

জেবি/এসডি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD