Logo

ফিক্সিং অভিযোগযুক্ত ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএল

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৫, ২০:২২
9Shares
ফিক্সিং অভিযোগযুক্ত ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএল
ছবি: সংগৃহীত

আগামী বিপিএলের জন্য শেষ মুহূর্তে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে বলা হচ্ছিল, স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত হিসেবে নাম থাকা খেলোয়াড় ও কর্মকর্তাদের এবারের আসরে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কিন্তু গভর্নিং কাউন্সিল শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে এসেছে।

বিজ্ঞাপন

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত কোচ ও কর্মকর্তাদের কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়া যাবে না। তবে খেলোয়াড়দের নাম ড্রাফটে থাকবে এবং পারফরম্যান্সের ভিত্তিতে তারা খেলার সুযোগ পাবেন।

গভর্নিং কাউন্সিলের এক কর্মকর্তা জানান, অনেকের বিরুদ্ধে অভিযোগ পুরোপুরি প্রমাণিত হয়নি। যদি তাদের খেলাকে সম্পূর্ণভাবে আটকে দেওয়া হয়, তবে তাদের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তাই তদন্ত শেষ হওয়া পর্যন্ত খেলোয়াড়দের খেলতে দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বিসিবির দুর্নীতি দমন বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শালেরও সুপারিশ ছিল একই, কিন্তু এবার সন্দেহভাজন খেলোয়াড়দের ওপর বিশেষ নজরদারি থাকবে। খেলোয়াড়দের গতিবিধি, ফোনসহ সব কার্যক্রম মনিটরিং করা হবে।

এদিকে, এবারের বিপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে অন্তত দুটি ফ্র্যাঞ্চাইজির মালিকানায় অংশীদার হিসেবে রয়েছেন সন্দেহভাজন ব্যক্তি। আইসিসি দুর্নীতি দমন বিভাগ ইতোমধ্যেই পর্যবেক্ষণ পাঠিয়েছে। দুই ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দেওয়া হয়েছে, বিতর্কিত ব্যক্তিদের মালিকানা থেকে বাদ দিতে হবে।

বিজ্ঞাপন

বিসিবির নতুন পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন পরিচালক বিপিএলের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সরাসরি যুক্ত। পূর্বে স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠলেও এবার গভর্নিং কাউন্সিলের প্রস্তাব অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পৃক্ত পরিচালকরা আলোচনায় অংশগ্রহণ করবেন না। এছাড়া এই ধরনের পরিচালকদের সেলফ ডিক্লারেশন দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে। তবে, অনেক পরিচালক এই প্রস্তাব গ্রহণ করতে ইচ্ছুক নন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD