Logo

টানা দ্বিতীয়বার এমএলএসের বর্ষসেরা একাদশে মেসি

profile picture
ক্রীড়া ডেস্ক
৬ নভেম্বর, ২০২৫, ১৫:৫৭
7Shares
টানা দ্বিতীয়বার এমএলএসের বর্ষসেরা একাদশে মেসি
লিওনেল মেসি । ফাইল ছবি

মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুম যেন পুরোপুরি লিওনেল মেসিময়। গোল্ডেন বুট জয়ের পর এবার টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা।

বিজ্ঞাপন

৩৮ বছর বয়সেও মেসি দেখিয়েছেন তার অদম্য ধার। লিগে গোল ও অ্যাসিস্ট—দুই বিভাগেই শীর্ষে থেকে তিনি এমএলএস ইতিহাসে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ গোলে অবদান রাখার কীর্তি গড়েছেন।

এবারের ‘বেস্ট ইলেভেন’-এ মোট নয়টি ক্লাবের খেলোয়াড় জায়গা পেয়েছেন, যার মধ্যে ছয়জন প্রথমবারের মতো এই সম্মান অর্জন করেছেন। ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস থেকে সর্বাধিক দুইজন করে খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

অরল্যান্ডো সিটির তরুণ তারকা অ্যালেক্স ফ্রিম্যান এবারের ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার হওয়ার পাশাপাশি সেরা একাদশেও জায়গা পেয়েছেন। গত পাঁচ বছরে তিনিই সবচেয়ে কমবয়সী খেলোয়াড় যিনি এই দলে জায়গা করে নিলেন।

এদিকে সান ডিয়েগো এফসির আন্ডার্স ড্রেয়ার ২০২০ সালের পর প্রথমবারের মতো কোনো নতুন এক্সপ্যানশন টিমের প্রতিনিধি হিসেবে বর্ষসেরা একাদশে স্থান পেয়েছেন। আর ইতিহাস গড়েছেন এলএএফসির ডেনিস বুয়াঙ্গা—টানা তৃতীয়বার বেস্ট ইলেভেনে জায়গা পাওয়া একমাত্র খেলোয়াড়, জোসেফ মার্টিনেজের (২০১৭-১৯) পর যিনি এই কৃতিত্ব দেখালেন।

এই একাদশের আক্রমণভাগে থাকছেন মেসি, ড্রেয়ার ও বুয়াঙ্গা। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের চার ফুটবলার—অ্যালেক্স ফ্রিম্যান, ট্রিস্টান ব্ল্যাকমন, সেবাস্তিয়ান বার্থাল্টার ও ক্রিশ্চিয়ান রোলডান—এ বছরও জায়গা পেয়েছেন তালিকায়।

বিজ্ঞাপন

কানাডার প্রতিনিধি হিসেবে রয়েছেন ডেইন সেন্ট ক্লেয়ার, যিনি গত এক দশকে দ্বিতীয় কানাডিয়ান খেলোয়াড় হিসেবে এই দলে স্থান পেয়েছেন।

দেশীয় খেলোয়াড়ের সংখ্যা এবার পাঁচজন, যা ২০১৫ সালের পর সর্বাধিক। তবে একমাত্র অরল্যান্ডো সিটির ফ্রিম্যানের দলই প্লে-অফ থেকে বাদ পড়েছে। এমএলএসের নির্ধারণী পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই সপ্তাহান্তে।

বিজ্ঞাপন

এমএলএসের বর্ষসেরা একাদশ:

গোলকিপার: ডেইন সেন্ট ক্লেয়ার (মিনেসোটা ইউনাইটেড এফসি),

ডিফেন্ডার: ট্রিস্টান ব্ল্যাকমন (ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এফসি), অ্যালেক্স ফ্রিম্যান (অরল্যান্ডো সিটি এসসি), জ্যাকব গ্লেসনেস (ফিলাডেলফিয়া ইউনিয়ন), কাই ওয়াগনার (ফিলাডেলফিয়া ইউনিয়ন),

বিজ্ঞাপন

মিডফিল্ডার: সেবাস্তিয়ান বার্থাল্টার (ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এফসি), ইভান্ডার (এফসি সিনসিনাটি), ক্রিশ্চিয়ান রোলডান (সিয়াটল সাউন্ডার্স এফসি),

ফরোয়ার্ড: ডেনিস বুয়াঙ্গা (এলএএফসি), আন্ডার্স ড্রেয়ার (সান ডিয়েগো এফসি) ও লিওনেল মেসি (ইন্টার মায়ামি সিএফ)।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD