ভারতের ঘূর্ণিজাদুতে কুপোকাত অজিরা

নাথান এলিস ও অ্যাডাম জাম্পার দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ১৬৭ রানে থামিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেই রানও যথেষ্ট হয়নি। অক্ষর প্যাটেল, শিবম দুবে ও ওয়াশিংটন সুন্দর মিলে অজিদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। চতুর্থ টি-টোয়েন্টিতে ৪৯ রানের বড় জয় তুলে নিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।
বিজ্ঞাপন
১৬৮ রানের লক্ষ্যে নামা অস্ট্রেলিয়া শুরুটা করেছিল দারুণভাবে। নবম ওভার পর্যন্ত মাত্র এক উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ৬৭ রান। কিন্তু এরপর ভারতীয় স্পিন ত্রয়ীর ঘূর্ণিতে রীতিমতো ধস নামে তাদের ইনিংসে। মাত্র ৩৬ রানের ব্যবধানে হারায় ৫ উইকেট।
শেষ দিকে ২৪ বলে ৫৪ রান প্রয়োজন থাকতেই আসে ওয়াশিংটনের জাদু। নিজের প্রথম ওভারেই ফেরান মার্কাস স্টয়নিস (১৭) ও জাভিয়ের বার্টলেটকে, গড়েন হ্যাটট্রিকের সুযোগ। ১.২ ওভারে মাত্র ৩ রান খরচায় তুলে নেন ৩ উইকেট—যা তার ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায়। দুই ওপেনার মিচেল মার্শ (৩০) ও ম্যাথু শর্ট (২৫) ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি।
ভারতের হয়ে অক্ষর প্যাটেল ৪ ওভারে ২০ রানে ২ উইকেট নেন, দুবে নেন ২ ওভারে ২০ রানে ২টি। ব্যাট হাতে ১১ বলে অপরাজিত ২১ রানে দলকে চ্যালেঞ্জিং স্কোর গড়তেও সাহায্য করেন অক্ষর—যিনি ম্যাচসেরা হন।
বিজ্ঞাপন
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভারত ওপেনিংয়ে পায় শক্ত শুরু। শুবমান গিল (৪৬) ও অভিষেক শর্মা (২৮) যোগ করেন ৫৬ রান। শেষ দিকে অক্ষর ও রিঙ্কু সিংয়ের ছোট ইনিংস ভারতের স্কোর দাঁড় করায় ১৬৭ তে।
অস্ট্রেলিয়ার হয়ে এলিস ও জাম্পা তিনটি করে উইকেট শিকার করেন। তবে জাম্পা ৪৫ রান খরচ করে ছিলেন সবচেয়ে ব্যয়সাপেক্ষ।








