বিশ্বকাপে শান্তির বার্তা, ফিফা চালু করল ‘পিস প্রাইজ’

ফুটবলের বিশ্ব সংস্থা ফিফা এবার নতুন এক পুরস্কার চালু করেছে, যার মাধ্যমে বিশ্বজুড়ে শান্তি ও মানবিক সহাবস্থানের উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হবে। এই নতুন পুরস্কারের নাম ‘ফিফা পিস প্রাইজ’ এবং এটি আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের পক্ষ থেকে একে বার্ষিকভাবে প্রদানের পরিকল্পনা করা হয়েছে।
বিজ্ঞাপন
ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো বুধবার ঘোষণা দেন, আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠান, যেখানে প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করা হবে। তবে প্রথম বিজয়ীর নাম প্রকাশ করা হয়নি। ইনফান্তিনো বলেন, ৫ ডিসেম্বর দেখবেন।
আরও পড়ুন: ভারতের ঘূর্ণিজাদুতে কুপোকাত অজিরা
ইনফান্তিনো আরও জানান, বর্তমানের অস্থির ও বিভক্ত বিশ্বে যারা সংঘাতের অবসান ঘটাতে এবং মানুষকে একত্রে আনার জন্য কাজ করছেন, তাদের অবদান স্বীকৃত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবল কিছুটা সাহায্য করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত গোলটা করতে হয় সেই নেতৃত্বকে, যারা সত্যিকার অর্থে শান্তির জন্য কাজ করছেন।
বিজ্ঞাপন
ফিফা জানিয়েছে, এই পুরস্কার প্রতি বছর বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া হবে। বিশ্বব্যাপী মানবিক কর্মকাণ্ড ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সম্মান জানানোই এর মূল উদ্দেশ্য।
ইনফান্তিনো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে অনেকেই ধারণা করছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই হতে পারেন প্রথম বিজয়ী। যদিও এই বিষয়ে ফিফা প্রেসিডেন্ট কোনো মন্তব্য করেননি।
তিনি শুধু বলেন, আমার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দারুণ সম্পর্ক। তিনি বিশ্বকাপ আয়োজনেও ফিফার সাহায্য করেছেন।
বিজ্ঞাপন
এর আগে গত মাসে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচনা করা হলেও পুরস্কার পাননি, এবং এই প্রক্রিয়ায় নিজে ও রিপাবলিকান নেতারা সক্রিয়ভাবে লবিং করেছিলেন।
ফিফা ২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির আংশিক অর্থে গঠিত ১০০ মিলিয়ন ডলারের শিক্ষা প্রকল্পের বোর্ডে সম্প্রতি ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে অন্তর্ভুক্ত করেছে। এই পদক্ষেপও ‘পিস প্রাইজ’-এর সাথে যুক্ত হয়ে আন্তর্জাতিক ফুটবল ও মানবিক মূল্যবোধের সঙ্গে রাজনৈতিক দিকনির্দেশনার সম্পর্ক নিয়ে আলোচনা সৃষ্টি করেছে।








