Logo

বাফুফের সমালোচনায় আসিফ আকবর, মাঠের অধিকার নিয়ে নতুন বিতর্ক

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৫, ১৪:৪১
9Shares
বাফুফের সমালোচনায় আসিফ আকবর, মাঠের অধিকার নিয়ে নতুন বিতর্ক
আসিফ আকবর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) একহাত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। ফুটবলারদের আচরণ এবং মাঠ ব্যবস্থাপনা নিয়ে তিনি প্রকাশ্যে তীব্র সমালোচনা করেছেন।

বিজ্ঞাপন

রবিবার (৯ নভেম্বর) রাজধানীর এক পাঁচতারকা হোটেলে আয়োজিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে আসিফ আকবর বলেন, ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। অনেক সময় তারা উইকেট ভেঙে ফেলে, মাঠ নষ্ট করে ফেলে। দেশের বহু স্টেডিয়াম ফুটবলের নামে দখল হয়ে আছে, অথচ সেসব মাঠে খেলা হয় না।’

তার এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে বাফুফে। সংস্থাটি বিসিবি সভাপতি বরাবর চিঠি দিয়ে আসিফের ব্যাখ্যা চেয়েছে। তবে এসব সমালোচনায় বিন্দুমাত্র বিচলিত নন তিনি। আসিফের স্পষ্ট বক্তব্য, ‘আমার পুরো বক্তব্য না শুনেই সমালোচনা করা হচ্ছে। ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। সরি বলতেও রাজি না আমি।’

বিজ্ঞাপন

আসিফ আকবর আরও বলেন, ‘ক্রিকেট একটা ডিসিপ্লিনড ও আভিজাত্যের খেলা। আমরা মারামারি করতে চাই না, তবে প্রয়োজনে করবও—কারণ মাঠে আমাদের ছেলেমেয়েরা খেলবে, এটা আমাদের অঙ্গীকার।’

তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি এশিয়ান আর্চারি টুর্নামেন্টের জন্য নির্ধারিত ভেন্যুতে হঠাৎ করেই বাফুফে বাংলাদেশ–নেপাল প্রীতি ম্যাচের ঘোষণা দিয়েছে। ‘এটা কি স্বেচ্ছাচারিতা নয়?’—প্রশ্ন রাখেন আসিফ।

এ সময় দেশের ঐতিহ্যবাহী ক্লাবগুলো নিয়েও প্রশ্ন তোলেন এই সংগীত তারকা। তিনি বলেন, ‘আবাহনী বা মোহামেডান শতবর্ষী ক্লাব হয়েও কেন নিজস্ব মাঠ তৈরি করতে পারেনি? বসুন্ধরা কিংস পারলে তারা কেন পারে না?’

বিজ্ঞাপন

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম নিয়েও যদি অন্যায় হয়, প্রয়োজনে আমি আদালতে যাব। মাঠের অধিকার আদালত থেকেই আদায় করব।’

অন্যদিকে, বিসিবি পরিচালকের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বাফুফের সদস্য ও সাবেক তারকা ফুটবলার গোলাম গাউস। তিনি বলেন, ‘আসিফ তো ক্রীড়াঙ্গনের মানুষই না। তিনি যেভাবে মন্তব্য করেছেন, তাতে ফুটবলের কিছু যায় আসে না। কিন্তু একজন বোর্ড কর্মকর্তার কাছ থেকে এ ধরনের অশালীন মন্তব্য প্রত্যাশিত নয়।’

বিজ্ঞাপন

দেশে মাঠ ব্যবহারে ফুটবল ও ক্রিকেটের দ্বন্দ্ব দীর্ঘদিনের। জেলা পর্যায়ে অনেক মাঠ ফুটবলের দখলে থাকায় ক্রিকেট আয়োজন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ বিসিবির। আসিফ আকবরের মতে, মাঠ সংকটের কারণে দেশজুড়ে লাখো তরুণ খেলাধুলায় অংশ নিতে পারছে না।

তার দাবি, এখনই সময় বাফুফে ও বিসিবির যৌথ উদ্যোগে মাঠ সংকটের স্থায়ী সমাধান করার।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD