আসিফ আকবরের মন্তব্যে ক্ষুব্ধ বাফুফে, বিসিবি সভাপতির দুঃখপ্রকাশ

ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে শোরগোল তুলেছিলেন বিসিবি পরিচালক আসিফ আকবর। বিষয়টি নিয়ে সরাসরি প্রতিবাদ জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ঘটনার ব্যাখ্যা জানতে তিনি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে চিঠি পাঠান। অবশেষে চার দিন পর বিসিবি সেই চিঠির জবাব দিয়েছে।
বিজ্ঞাপন
বাফুফের বরাবর পাঠানো আমিনুলের স্বাক্ষরিত উত্তরে জানানো হয়—কনফারেন্সে আসিফ যে মন্তব্য করেছেন, তা তাঁর ব্যক্তিগত ক্ষোভ থেকে বলেছিলেন, বিসিবির প্রতিনিধিত্ব করে নয়। চিঠিতে আরও উল্লেখ রয়েছে, আসিফ অনুষ্ঠানটিতে পরিচালক হিসেবে নয়, বরং জেলা কাউন্সিলর হিসেবে পরিচিতি পেয়েছিলেন।
বিসিবি সভাপতি লিখেছেন, “কোনো ব্যক্তির বক্তব্য কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান নয়। ওই মন্তব্য সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত অভিব্যক্তি। এটিকে বিসিবির মতামত হিসেবে দেখাটা অযৌক্তিক।”
বিজ্ঞাপন
ফুটবল সম্প্রদায়ের মধ্যেও ক্ষোভ থামেনি। অনেক ফুটবলার প্রকাশ্যে মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আহ্বান জানালেও আসিফ এখনো তা করেননি। তবে বিসিবি সভাপতি নিজের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন। তাঁর ভাষায়—“যদি ওই মন্তব্যে ফুটবল পরিবার বা সমর্থকদের মনে কষ্ট বা বিভ্রান্তি তৈরি হয়ে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত।”
এদিকে আসিফের নীরব অবস্থানকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় সোনালী অতীত ক্লাবে সাবেক ফুটবলারদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে তাঁর বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত আসতে পারে বলেই ক্রীড়া অঙ্গনে গুঞ্জন।
বিজ্ঞাপন
দেশের দুই প্রধান জনপ্রিয় খেলা ফুটবল ও ক্রিকেট। তাই সম্পর্কের সৌহার্দ্য বজায় রাখার ওপর জোর দিয়েছেন বিসিবি সভাপতি। তিনি জানিয়েছেন—ফুটবলের দীর্ঘ অবদান দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করেছে, আর প্রতিদ্বন্দ্বিতা নয়, খেলাধুলা হচ্ছে ঐক্যের ভাষা; তাই সব ক্রীড়া সংস্থার সঙ্গে বিসিবি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেই চায়।








