ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ

দোহায় অনুষ্ঠিত রাইজিং স্টার এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে দারুণ জয় তুলে নিয়ে প্রতিশোধ নিল পাকিস্তানের যুব দল। গত সেপ্টেম্বরে এশিয়া কাপে টানা তিন ম্যাচে হারের পর এবার নিজেদের শোধ তুলে নিল পাকিস্তান ‘এ’ দল। ভারতকে ৮ উইকেটে হারিয়ে দাপুটে জয় পেয়েছে শাহিন্স।
বিজ্ঞাপন
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভারতের শুরুটা ছিল আশাব্যঞ্জক। উবেদ শাহের প্রথম বলেই বাউন্ডারি মেরে আগ্রাসী মুডে ছিলেন বৈভব সূর্যবংশী। কিন্তু চতুর্থ ওভার থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ওপেনার প্রিয়াংশ আর্য (১০) ফিরেই পতনের সূচনা করেন।
মন্থর পিচে বড় শট খেলতে হিমশিম খেতে থাকলেও বৈভব কিছুটা লড়াই করেন। পাঁচ চার ও তিন ছয়ে ২৮ বলে ৪৫ রান করে পাকিস্তানের অভিজ্ঞ বোলার সুফিয়ান মুকিমের শিকার হন তিনি। তার আগেই ২০ বলে ৩৫ রানের দারুণ ইনিংস খেলেন নমন ধীর। তবে মাঝের ও শেষের ব্যাটাররা আর সুবিধা করতে পারেননি। ১৯ ওভারে ১৩৬ রানে অলআউট হয় ভারত ‘এ’ দল।
বিজ্ঞাপন
জয়ের জন্য ১৩৭ রানের টার্গেট পাকিস্তানের জন্য খুব বেশি কঠিন ছিল না। শুরু থেকেই ভারতের বোলাররা লাইন-লেংথ ধরে রাখতে ব্যর্থ হন। যশ ঠাকুর ও গুরজপনীত সিংহ দ্রুতই বড় রানের ওভার দিয়ে চাপ তৈরি করেন দলের ওপর।
মাজ সাদাকাতের ঝড়ো ইনিংসই ম্যাচের চিত্র পাল্টে দেয়। দুটি ক্যাচ জীবন পেয়ে তিনি আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। ৭টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৭৯ রানে অপরাজিত থেকে দলকে নিশ্চিত জয়ে পৌঁছে দেন তিনি।
বিজ্ঞাপন
ভারতের হয়ে যশ ও সুযশ একটি করে উইকেট নেন।








