শুধু হামজা নয়, বাংলাদেশের সব খেলোয়াড়কেই গুরুত্ব দিচ্ছেন ভারতের কোচ

এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ হোম ম্যাচে বাংলাদেশ-ভারত মুখোমুখি হচ্ছে আগামীকাল। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ভারতের কোচ খালিদ জামিল জানান, শুধু হামজা চৌধুরীর কারণে নয়, বাংলাদেশের সব খেলোয়াড়ই তাদের দৃষ্টি আকর্ষণ করেছে।
বিজ্ঞাপন
হামজা চৌধুরী ইতিমধ্যেই ৬ ম্যাচে চারটি গোল করেছেন। ভারতের কোচ বলেন, “বাংলাদেশ ভালো দল, কোয়ালিটি খেলোয়াড় রয়েছে। আমরা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না।”
গ্রুপ ‘সি’-তে ভারতের অবস্থান শীর্ষে থাকলেও টুর্নামেন্টের দুই ম্যাচ আগে তারা বিদায় নিয়েছে। ভারতের কোচ জানান, “আমরা মূলত আগামীকালকের ম্যাচ নিয়েই ভাবছি।” তিনি ম্যাচটিকে প্রীতি হিসেবে নয়, এশিয়ান কাপ বাছাই হিসেবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।
আরও পড়ুন: ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ
বিজ্ঞাপন
আগামীকাল রাত ৮টায় ফ্লাডলাইটের আলোয় ম্যাচ। ম্যাচের আগের দিন সকাল ৯টায় ভারতীয় দল অনুশীলন করেছে, যা কোচের ব্যাখ্যা অনুযায়ী তাদের নিয়মিত অনুশীলন প্রক্রিয়ার অংশ।
সুনীল ছেত্রীকে এবার দলে রাখা হয়নি, কারণ তিনি অবসর নিয়েছেন। কোচ জামিল বলেন, “সে অবসর নিয়েছে।”
বিজ্ঞাপন
ভারতীয় কোচ খালিদ জামিল নিজেও বাংলাদেশ-ভারত ম্যাচে খেলেছেন। তিনি বলেন, “দুই দলের খেলোয়াড়রা এই ম্যাচ সম্পর্কে ভালো জানে এবং সবাই অনেক সিরিয়াস থাকে।”








