এমন উইকেটই চেয়েছিলাম আমরা, ম্যাচ হেরে বললেন ভারতীয় কোচ গম্ভীর

ঘরের মাঠেই নিজেদের তৈরি ফাঁদে আটকা পড়ল ভারত। স্পিন সহায়ক উইকেট বানিয়ে দক্ষিণ আফ্রিকাকে বিপদে ফেলার পরিকল্পনা উল্টো ব্যুমেরাং হয়ে দাঁড়িয়েছে ইডেন গার্ডেনসে।
বিজ্ঞাপন
মাত্র ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯৩ রানে অলআউট হয়েছে রোহিত শর্মার দল। ফলে ৩০ রানের দারুণ জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা—ভারতের মাটিতে ১৫ বছর পর তাদের প্রথম জয় এটি।
টেস্ট ম্যাচ তিন দিনও টিকল না। স্বাভাবিকভাবেই ইডেনের পিচ নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন: ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ
বিজ্ঞাপন
সাবেক ভারতীয় অফস্পিনার হরভজন সিং মনে করেন, এমন পিচ টেস্ট ক্রিকেটের জন্য ক্ষতিকর। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেছেন, এটি ‘ভয়াবহ’ পিচ।
তবে সমালোচনার বিপরীতে দাঁড়িয়ে কিউরেটরকে সমর্থন করেছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর।
তিনি বলেন, “আনপ্লেয়াবল উইকেট ছিল না। আমরা যেমনটা চেয়েছি তেমন উইকেটই পেয়েছি। টার্নের বিপক্ষে কীভাবে খেলতে হয়—এটাই মূল কথা। কিউরেটর দারুণ সহায়তা করেছেন।”
বিজ্ঞাপন
ব্যাটিং ব্যর্থতাকেই দুষলেন কোচ। তার ভাষায়, “১২৩/১২৪ রান তাড়া করার মতোই ছিল। সলিড ডিফেন্স, ধৈর্য ও সঠিক টেম্পারমেন্ট থাকলে এই উইকেটেও রান করা যায়। হ্যাঁ, বড় শট খেলা সম্ভব ছিল না, কিন্তু লক্ষ্যটি achievable ছিল।”








