স্থগিত হতে পারে ভারত-বাংলাদেশ নারী ক্রিকেট সিরিজ

আগামী ডিসেম্বরের মাঝামাঝি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তবে এখনই সেই সফর অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ ভারতীয় সরকারের পক্ষ থেকে এখনো সিরিজ আয়োজনের অনুমোদন মেলেনি।
বিজ্ঞাপন
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, “ভারত সরকারের অনুমোদন এখনো আমরা পাইনি। তাই সিরিজটি অনুষ্ঠিত হবে কি না—এখনো শঙ্কায় রয়েছি।”
আরও পড়ুন: ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ
এর আগে গত বছর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল ভারতের নারী দল। আরও আগে, ২০২৩ সালে মিরপুরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল তারা।
বিজ্ঞাপন
এদিকে ভারতীয় গণমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, “সিরিজটির জন্য এখনো সরকারি অনুমোদন মেলেনি।”
জানা গেছে, অনুমোদন না মিললে বাংলাদেশের বিপক্ষে সিরিজ স্থগিত হতে পারে এবং বিকল্প আরেকটি সিরিজ আয়োজনের দিকেও নজর দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।








