Logo

নেইমারের স্বাক্ষরিত জার্সি হাতে জামাল ভূঁইয়া উদ্বোধন করলো Honda Futsal League

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৫, ১৯:৫৪
9Shares
নেইমারের স্বাক্ষরিত জার্সি হাতে জামাল ভূঁইয়া উদ্বোধন করলো Honda Futsal League
ছবি প্রতিনিধি।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত Honda Futsal League এর উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার কার্নিভাল হলে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠানের কিক-অফ সেশনের মধ্য দিয়ে শুরু হলো খেলাধুলা, ঐক্য ও তারুণ্যের এক অনুপ্রেরণামূলক যাত্রা। অনুষ্ঠানে মোটো হোন্ডা দ্য অ্যামাজোনিয়া লিমিটেড-এর পক্ষ থেকে একটি বিশেষ শুভেচ্ছা বার্তা প্রেরণ করা হয় এবং বন্ধুত্বের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয় ব্রাজিল জাতীয় দলের জার্সি, যা স্বাক্ষর করেছেন বিশ্বখ্যাত ফুটবল তারকা নেইমার জুনিয়র।

এছাড়াও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ৩২টি অংশগ্রহণকারী দলের লোগো উন্মোচন এবং টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা।

বিজ্ঞাপন

খেলাধুলা, বিশেষ করে ফুটবলের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এবারের আয়োজনকে সাজানো হয় হোন্ডা স্পোর্টস চ্যালেঞ্জ-এর তিন মূল বার্তা Joy (Enjoying Challenges), Growth (Growing Challenges) এবং Connected (Connecting Challenges) কে কেন্দ্র করে। তরুণদের খেলাধুলায় যুক্ত করতে অনুষ্ঠানের পুরো পরিকল্পনাই সাজানো হয় এই চেতনার ভিত্তিতে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বিশেষ মুহূর্তে মোটো হোন্ডা দ্য অ্যামাজোনিয়া লিমিটেড-এর পক্ষ থেকে নেইমার জুনিয়রের স্বাক্ষরিত ব্রাজিলিয়ান জার্সি তুলে দেওয়া হয় অধিনায়ক জামাল ভূঁইয়ার হাতে।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া এবং চিফ মার্কেটিং অফিসার শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান স্মারকটি তাঁকে প্রদান করেন।

বিজ্ঞাপন

দেশে ফুটবলের পুনর্জাগরণে অনুপ্রাণিত হয়ে, আন্তর্জাতিক মানের ফুটবলে তরুণদের আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হোন্ডা। আয়োজকদের প্রত্যাশা, নেইমার জুনিয়রের স্বাক্ষরিত জার্সি জাতীয় দলের অধিনায়ককে উপহার দেওয়া, বাংলাদেশের ফুটবলে নতুন মাত্রা যোগ করবে।

অনুষ্ঠানে মোটো হোন্ডা দ্য অ্যামাজোনিয়া লিমিটেড-এর প্রতিনিধি অনলাইনে যুক্ত হয়ে অতিথিদের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জাতীয় ফুটবল দলসহ দেশজুড়ে ফুটবলপ্রেমীদের প্রতি আন্তরিক সমর্থন ব্যক্ত করেন।

ট্রফি উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া এবং চিফ মার্কেটিং অফিসার শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন হোন্ডা ডিলার নেটওয়ার্কের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেম্বার, ক্লাব প্রতিনিধি, সাংবাদিক ও গণমাধ্যমকর্মী এবং BHL-এর সংশ্লিষ্ট কর্মকর্তা, ফুটবল অনুরাগী ও হোন্ডা সমর্থকরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রধান অতিথি অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘এতো প্রাণবন্ত ও বর্ণিল আয়োজনে অংশ নিতে পেরে আমি সত্যিই আনন্দিত। ব্রাজিলের পক্ষ থেকে পাওয়া নেইমার জুনিয়রের স্বাক্ষরিত বিশেষ জার্সিটি আমাকে গভীরভাবে সম্মানিত করেছে। ফুটবলের প্রতি দেশের তরুণদের অনুপ্রাণিত করতে এমন উদ্যোগ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর চিফ মার্কেটিং অফিসার শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান বলেন, ‘গ্রাহকদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আমরা সবসময়ই সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। Honda Futsal League মোটরসাইকেল ও ফুটবলের মিলিত আবেগ, পারফরম্যান্স এবং স্পোর্টসম্যানশিপের একটি অনন্য সেলিব্রেশন, যা বিশেষত এমন সময়ে যখন আমরা বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যে আনন্দিত।’

বিজ্ঞাপন

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া বলেন, ‘এই ঐতিহাসিক আয়োজন আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এটি দেশের ফুটবলভক্তদের জন্যও গর্বের বিষয়।’

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর পক্ষ থেকে জানানো হয়, ‘এই আয়োজনের প্রধান লক্ষ্য হলো দেশের তরুণদের খেলাধুলা, বিশেষ করে ফুটবলের প্রতি গভীর আগ্রহ সৃষ্টি করা।’

হোন্ডা ভবিষ্যতেও আকর্ষণীয় প্রেডাক্ট ও সার্ভিস প্রদানের মাধ্যমে মোটরসাইকেল বিজনেসকে আরও শক্তিশালী করার পাশাপাশি, তরুণদের উন্নয়ন, সম্পৃক্ততা ও অংশগ্রহণ বৃদ্ধিতে বাংলাদেশের যুবসমাজকে সহায়তা করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD