ইতালিয়ান ফুটবলের দুর্দশার জন্য রাজনীতিবিদদের দায়ী বুফন

ইতালির ফুটবল এখন কঠিন সময় পার করছে। ২০০৬ সালের বিশ্বকাপ জয়ীর পর থেকেই জাতীয় দল ধীরে ধীরে পতনের পথে। পরের দুই আসরে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে তারা, এবং শেষ দুটি আসরে খেলতে পারেনি। টানা তৃতীয়বার বিশ্বকাপে না ওঠার ঝুঁকিতে আজ্জুরি।
বিজ্ঞাপন
জাতীয় দলের হেড অব ডেলিগেশন এবং সাবেক গোলকিপার জিয়ানলুইজি বুফন ইতালিয়ান ফুটবলের এই দুর্দশার জন্য আত্মতুষ্টি ও রাজনীতিবিদদের দুরদর্শিতার অভাবকে দায়ী করেছেন। গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন, “রাজনীতিবিদরা সংস্কার করতে সাহসিকতা রাখে না, তারা কেবল ভোটের দিকে মনোযোগ দেয়। কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই।”
বুফন আরও উল্লেখ করেছেন, ২০১০ সালের বিশ্বকাপের পর থেকেই ইতালির পতনের পূর্বাভাস ছিল তার কাছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, “আমরা অতীতের ভারে ভারাক্রান্ত, অন্য বড় দেশগুলো বর্তমান নিয়ে ভাবছে। সমস্যাটা হলো আমরা আমাদের ইতিহাস নিয়ে অহংকার করি, কিন্তু ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেই।”
তিনি সতর্ক করেছেন, যদি স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা না করা হয়, ইতালিয়ান ফুটবলের ব্যর্থতা চলতেই থাকবে।








