Logo

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন পগবা

profile picture
ক্রীড়া ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৫, ১৫:০৪
5Shares
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন পগবা
ছবি: সংগৃহীত

ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পল পগবা প্রায় ২৬ মাসের নিষেধাজ্ঞার পর মাঠে ফিরেছেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় সব ধরনের ফুটবল থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হন পগবা।

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে এএস মোনাকোর হয়ে মাঠে নামেন এই তারকা। স্বদেশি লিগে এটি তার অভিষেক ম্যাচ।

পগবা গত জুনে জুভেন্টাস থেকে মোনাকোতে যোগ দিয়েছিলেন। তবে চোট ও ফিটনেসের কারণে এতদিন মাঠে নামতে পারেননি। চলতি মাসের ৮ তারিখ লেন্সের বিপক্ষে অভিষেক হওয়ার কথা থাকলেও গোড়ালির চোটে তা পিছিয়ে যায়।

বিজ্ঞাপন

মাঠে প্রত্যাবর্তনের ম্যাচে রেনের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে মোনাকো। পগবা ৮৫তম মিনিটে বদলি হিসেবে নামেন।

ডোপ টেস্টে পজিটিভ হওয়ার পর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিলের প্রেক্ষিতে তার ৪ বছরের নিষেধাজ্ঞা কমে ১৮ মাসে নেমেছে। পগবা দাবি করেছেন, তার খাবারে কোনো অবৈধ উপাদান মেশানো হয়েছিল।

বিজ্ঞাপন

পগবা ২০১১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে ক্যারিয়ার শুরু করেন। ২০১২-১৩ মৌসুমে জুভেন্টাসে যোগ দেন, চার বছর পর আবার ইংলিশ ক্লাবটিতে ফেরেন এবং ২০২২-২৩ মৌসুমে জুভেন্টাসে ফেরার পর মোনাকোতে যোগ দেন।

ফ্রান্স জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচ খেলে ১১ গোল করেছেন পগবা। ২০১৮ বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD