আইরিশদের বড় ব্যবধানে সিরিজ হারাল বাংলাদেশ

পাঁচদিনের টেস্টের শেষ দিনে রবিবার (২৩ নভেম্বর) আয়ারল্যান্ডের টেল এন্ডাররা ৫৯.২ ওভার ব্যাট করে বাংলাদেশের জয় নিশ্চিত করতে পারেনি। তবে অবশেষে স্বাগতিক বাংলাদেশ ২১৭ রানের ব্যবধানে বড় জয় তুলে নিয়েছে।
বিজ্ঞাপন
সিরিজের শেষ দিনে প্রথম সেশনে অনেকেই ধারণা করেছিলেন যে বাংলাদেশের জয় দ্রুত নিশ্চিত হবে। কিন্তু আয়ারল্যান্ডের শেষ ব্যাটারদের দীর্ঘ লড়াই সেই ধারণাকে ভেস্তে দিয়েছে। বিশেষভাবে কার্টিস ক্যাম্ফার অপরাজিত ৭১ রানে খেলেন এবং মিরপুরে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ বল (২৫৯) খেলার রেকর্ড গড়ে দেখান।
চতুর্থ দিনের শেষে আয়ারল্যান্ড ৬ উইকেটে ১৭৬ রানে অবস্থান করেছিল। সেই অবস্থান থেকেই বাংলাদেশ জয়ের সুবাস পেয়েছিল। আগেরদিন তাদের টপ ও মিডল অর্ডার ব্যাটাররা ৫৪ ওভার ব্যাট করেছিলেন। আজ তাইজুল ইসলাম ও হাসান মাহমুদদের সামনে ৪ ব্যাটার দাঁত চেপে খেলেন ৫৯ ওভার।
বিজ্ঞাপন
এর ফলে লাল বলের সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে জয় নিয়ে শেষ করল, যা তাদের গত সিলেট টেস্টের ইনিংস ব্যবধানের জয়ের ধারাবাহিকতা ধরে রাখল।








